Posts

Showing posts with the label পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ আনন্দে ভাটা

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ আনন্দে ভাটা, মেলেনি প্রণোদনা

Image
  করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর মানুষ যখন অনেকটা ঘরবন্দি হয়ে যায়, ঠিক সেই সময় থেকেও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করেছেন পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। একদিনের জন্য হলেও তাদের কোনো বিরতি ছিল না। তবে এই মহামারিতে অনেক পেশার মানুষ সরকারি প্রণোদনা পেলেও তা থেকে বঞ্চিত হয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। আর্থিক প্রণোদনা তো দূরের কথা, দুর্যোগের এই সময়ে তাদের কাজের কোনো স্বীকৃতিও দেয়নি কেউ। পটুয়াখালী পৌরসভার তথ্যমতে, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার প্রায় তিনশত কর্মী রয়েছে। বিশেষ বিশেষ পরিস্থিতিতে তাদের কাজের পরিধি যেমন বাড়ে তেমনি তাদের দায়িত্বটাও বেড়ে যায়। বিশেষ করে ঝড়-জলোচ্ছ্বাসে কিংবা প্রাকৃতিক দুর্যোগেও ঝাপিয়ে পড়তে হয় তাদের। গতবছর করোনার শুরুর দিকে পরিচ্ছন্নতা কর্মীদের সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেয়ার বিষয়ে আলোচনা উঠলেও তা আর পরে বাস্তবায়ন হয়নি। সে সময়ে কয়েক দফায় পৌরসভা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণ সহায়তা দেয়া হলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন। এখন পর্যন্ত তাদের জন্য কোনো সহায়তা দেয়া হয়নি। পটুয়াখালী শহরের টিএনটির সামনের কলোনিতে বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্...