Posts

Showing posts with the label নির্ধারিত সময়ে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শেষ হওয়ার প্রত্যাশা

নির্ধারিত সময়ে কর্ণফুলী টানেলের নির্মাণকাজ শেষ হওয়ার প্রত্যাশা

Image
নিউজ ডেস্ক: বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা। তাদের ভাষ্যমতে, এখন পর্যন্ত প্রকল্পটির কাজ লক্ষ্যমাত্রার চেয়ে এগিয়ে রয়েছে। বিদেশী শ্রমিক জটিলতা ও বন্দর দিয়ে নির্মাণসামগ্রী আমদানি সহজ হয়ে এলে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ হবে বলে প্রত্যাশা করা যায়। দেশের অন্যান্য মেগা প্রকল্পের মতো কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের কাজেও ব্যাঘাত ঘটায় কভিড-১৯-এর প্রাদুর্ভাব। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণের দিক থেকে এ প্রকল্পই এগিয়ে। প্রকল্পসংশ্লিষ্টরা জানালেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানিতে সময়ক্ষেপণ হওয়ায় কাজে কিছুটা ব্যাঘাত ঘটেছে। এছাড়া প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে হলে এ মুহূর্তে বিদেশী শ্রমিকসংক্রান্ত জটিলতা নিরসন করাটাও জরুরি। প্রকল্পের সর্বশেষ তথ্য বলছে, সর্বশেষ মে মাসে প্রকল্পটির অগ্রগতি লক্ষ্যমাত্রা ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। এর বিপরীতে অগ্রগতি হয়েছে ১ দশমিক ১৫ শতাংশ। চলতি জুন পর্যন্ত প্রকল্পটির কাজের সার্বিক লক্ষ্যমাত্রা ছিল ৭০ শতাংশ। যদিও মাস শুরুর আগেই প্...