Posts

Showing posts with the label নিজেদের কেনাকাটার টাকায় এতিম বাচ্চাদের ঈদ উপহার ২ তরুণের

নিজেদের কেনাকাটার টাকায় এতিম বাচ্চাদের ঈদ উপহার ২ তরুণের

Image
বেঁচে থাকা যেখানে দায়, ঈদের কেনাকাটা সেখানে বিলাসিতা এটা প্রমাণ করিয়ে দিলেন রংপুরের দুই তরুণ জিসান ও তাসিন। মঙ্গলবার (১১ মে) রংপুর থেকে ৪০ কিলোমিটার দূরে লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তালিমুনাস দারুল উলুম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার ৮০ জন ছাত্রের মাঝে ঈদ উপহার সামগ্রী দেন তারা। মুহতাসিম আবশাদ জিসান এবং তানজিম আলম তাসিন দুজনের বেড়ে ওঠা রংপুুর নগরীর ইসলামবাগে। জিসান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাসিন ভর্তি প্রত্যাশী। এর পাশাপাশি তারা পরিচালনা করছেন উত্তরবঙ্গের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চলো স্বপ্ন ছুঁই। করোনার ক্রান্তিলগ্ন থেকে কাজ করে আসছে তারা। এবার ঈদে তারা শুভাকাঙ্ক্ষীদের থেকে আশানুরূপ সাড়া না পেয়ে দুইজনেই উদ্যোগ নেন, তাদের ঈদের কেনাকাটার টাকা দিয়ে তারা এতিম এই শিশুগুলোর খাবারের ব্যবস্থা করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন। নিজেদের উপার্জন নেই, কিন্তু ইচ্ছা শক্তি অনেক এই দুই তরুণের। তাদের এই কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করেছে চলো স্বপ্ন ছুঁই লালমনিরহাট জেলার সদস্যরা। আকশ্মিক উপহার পেয়ে খুশি মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা। এ ব্যাপারে চলো স্বপ্ন ছুঁই এর প্রতিষ্ঠাতা ও সভা...