Posts

Showing posts with the label নায়িকাদের ‘নটী’ বলায় বিজেপি নেতার উপর ক্ষেপলেন নুসরাত

নায়িকাদের ‘নটী’ বলায় বিজেপি নেতার উপর ক্ষেপলেন নুসরাত

Image
সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের রেশ কাটছেই না। বিজেপি যেন মানতেই পারছে না তৃণমূল কংগ্রেসের কাছে আবারও রাজ্য হারাবে তারা। জয় পেতে কি না করেছিল গেরুয়া শিবির৷ দলে এনেছিল তারকা সব প্রার্থী। প্রচারণা চলেছিল কাড়ি কাড়ি টাকা খরচ করে। কিছুতেই কিছু হলো না। ভরাডুবি হলো ভোটের বাক্সে। হেরে বসেছেন শ্রাবন্তী, পায়েল, রুদ্রনীলের মতো তারকারা। তারকাদের এই পরাজয় মেনে নিতে পারছেন না বিজেপির অনেক নেতাকর্মী। বিশেষ করে টলিউডের অভিনেত্রী বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে অনেক সমালোচনা চলছে। এদিকে এই নায়িকাদের ‘নগরের নটী’ বলে সম্বোধন করেছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটারে এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন। মেঘালয়ের রাজ্যপালে তথাগত তার টুইটে লিখেছেন, ‘পায়েল শ্রাবন্তী পর্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?’ সেই টুইটের বিরুদ্ধ...