Posts

Showing posts with the label নাটকীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে ইউক্রেন শেষ আটে

নাটকীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে ইউক্রেন শেষ আটে

Image
স্পোর্টস ডেস্ক: এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে রোমাঞ্চের পাশাপাশি উত্তেজনা কম ছিল না। বড় দলগুলোর মধ্যে যেমন সেয়ানে সেয়ানে লড়াই অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়িয়েছে, তেমনি নক আউট পর্বের শেষ ম্যাচেও ছড়িয়েছে সমান উত্তেজনা। ফেভারিটদের তালিকায় না থেকেও সুইডেন ও ইউক্রেনের মধ্যে জমাট লড়াই হলো। লাল কার্ডের ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে হলো ম্যাচের নিষ্পত্তি। সেখানে ১০ জনের সুইডেনকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ইউক্রেন। কোয়ার্টার ফাইনালে আগামী শনিবার ইউক্রেন মুখোমুখি হবে ইংল্যান্ডের। অতিরিক্ত সময়ে নেমে আসে সুইডেনের দুর্ভাগ্য। ৯৮ মিনিটে তাদের ডেনিয়েলসন প্রতিপক্ষের বেসেদিনকে পা দিয়ে আঘাত করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সুইডেন ১০ জনের দলে পরিণত। যদিও শুরুতে রেফারি ডেনিয়েলসনকে হলুদ কার্ড দেখিয়েছেন। পরে ভিএআর দেখে লাল কার্ড প্রদর্শন করতে হয়েছে। ১০ জনের সুইডেনের ওপর চাপ বাড়িয়ে দেয় ইউক্রেন। তাতে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে সাফল্য আসে। সতীর্থের ক্রস থেকে দোভবিয়েক হেডে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেন। এর আগে হাম্পডেন পার্কের নির্ধারিত ৯০ ম...