Posts

Showing posts with the label নওগাঁর আম্রপালি আম গেলো ইংল্যান্ডে

নওগাঁর আম্রপালি আম গেলো ইংল্যান্ডে

Image
নিউজ ডেস্ক: গত বৃহস্পতিবার (১৮ জুন) প্রায় এক টন আম্রপালি রপ্তানি করা হয়। নওগাঁ জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলার আংশিক এলাকা আম্রপালির জন্য বিখ্যাত। এ জাতের আমগুলো অত্যন্ত সুস্বাদু ও সুমিষ্ট। ‘বরেন্দ্র অ্যাগ্রো পার্ক’-এর মালিক সোহেল রানা তার নিজস্ব বাগান থেকে বিশেষ প্রক্রিয়ায় বিদেশে আমগুলো রপ্তানি করেন। ২০১৫ সালে পত্নীতলার দিবর ইউনিয়নের রূপগ্রাম গ্রামের খাড়িপাড়া এলাকায় পৈতৃক ১২ বিঘা জমির ওপর গড়ে তোলেন সমন্বিত কৃষি খামার। নাম দেন ‘রূপগ্রাম অ্যাগ্রো ফার্ম’। এরপর আর পেছনে তাকাতে হয়নি। মেধা ও পরিশ্রমে তিনি এখন ১৪০ বিঘা জমিতে পৃথক দুটি সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন। সাপাহার গোডাউন পাড়ায় আড়াই বছর বয়সী প্রায় দেড় হাজার আম্রপালি গাছ রয়েছে। এ বাগান থেকে এ বছর প্রায় ৪০ টনের মতো আম পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাছের বয়স কম হওয়ায় আমগুলো জলদি পাকবে। গাছের বয়স বেশি হলে আম পাকতে দেরি হয়। সোহেল রানা জানান, বিদেশে আম রপ্তানির জন্য আমগুলোর বিশেষ পরিচর্যা করা হয়েছে। চাষের সময় সুষম ও জৈব সার, নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার নিশ্চিত করেছেন। যাতে রোগবালাই মুক্ত থাকে। তবে আম পাড়ার ১৫ দিন আগে গ...