Posts

Showing posts with the label দেশে লাল চোখের ব্যাঙ

দেশে লাল চোখের ব্যাঙ

Image
ডেস্ক রিপোর্ট ; নতুন একটি ব্যাঙের দেখা পাওয়া গেছে। ব্যাঙটি আগেও ছিল। কিন্তু ছিল ভিন্ন পরিচয়ে ও নামে। দুজন বন্য প্রাণী গবেষক আবিষ্কার করলেন এই ব্যাঙের আসল পরিচয়। তাঁরা ব্যাঙটির বাংলা, ইংরেজি ও বৈজ্ঞানিক নামকরণ করেছেন। আন্তর্জাতিক একটি গবেষণাপত্রেও স্থান পেয়েছে ব্যাঙটি আবিষ্কারের কাহিনি, তথ্য-উপাত্ত। বিশ্বের ব্যাঙ-তালিকায় নতুন প্রজাতির আরেকটি ব্যাঙ যুক্ত হলো। প্রথম আলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাওয়া গেছে ব্যাঙটি। আর একে খুঁজে পেয়েছেন বন্য প্রাণী গবেষক হাসান আল-রাজী ও মার্জান মারিয়া। তাঁদের গবেষণার কাজটি রাশিয়া থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং সার্বিক সহযোগিতা করেছেন মস্কো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিক পয়ারকভ। গবেষকেরা এই ব্যাঙের নাম দিয়েছেন ‘সিলেটের লাল চোখ ব্যাঙ’। ইংরেজি নাম ‘সিলেটি লিটার ফ্রগ’ (Sylheti Litter Frog)। গত ২৮ মে এই ব্যাঙ নিয়ে তাঁদের গবেষণাপত্রটি যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘জার্নাল অব নেচার হিস্ট্রি’তে ছাপা হয়েছে। গবেষক দলের সদস্য হাসান আল-রাজী জানালেন, এত দিন ব্যাঙটিকে লেপটোব্রাচিয়াম স্মিথি (Leptobrachium smithi) প্রজাতির মনে করা হতো। কিন্তু তাঁরা...