Posts

Showing posts with the label দেশব্যাপী সংক্রমণ

দেশব্যাপী সংক্রমণ, করোনামুক্ত স্বাভাবিক জীবনযাপনে বস্তিবাসী!

Image
নিউজ ডেস্ক: ১২ বছরের মোস্তাকিম পরিবারের সঙ্গে থাকে রাজধানীর কড়াইল বস্তিতে। করোনা মহামারির কারণে পড়াশোনা ছেড়ে এখন এই বস্তির বউবাজারে সবজি বিক্রি করে সে। তার পরিবারের কারো করোনা হয়েছিল কি না জানতে চাইলে হেসে কুটিকুটি হয়ে জানাল, ‘না’। শনিবার বিকেলে কড়াইল বস্তির কাঁচাবাজারটি ঘুরে দেখা গেল, একজন ক্রেতা-বিক্রেতার মুখেও মাস্ক নেই। শুধু বাজারের মধ্যেই নয়, পুরো বস্তির মধ্যে চলতি পথে মাত্র চার ব্যক্তিকে দেখা গেছে মাস্ক পরা। তবে তারা কেউই এখানকার বাসিন্দা নয়। বউবাজারের মুদি দোকানি কহিনুর বেগম জানালেন, তাঁর পরিবারে বা প্রতিবেশী কারোরই এখন পর্যন্ত করোনা হয়নি। এমনকি এই বস্তির কারো করোনা হয়েছে, এমন খবরও জানা নেই তাঁর। সরেজমিনে একই রকম চিত্র দেখা গেছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। হাজার হাজার মানুষ থাকলেও করোনা রোগী না থাকায় চলাচলে কোনো সতর্কতা নেই। সরেজমিনে কড়াইল বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা যায় তাদের করোনামুক্ত স্বাভাবিক জীবনের কথা। ৯ সদস্যের পরিবার নিয়ে কয়েক বছর ধরে বস্তিতে আছেন পঞ্চাশোর্ধ্ব বারেক। পেশায় রিকশাচালক। রিকশায় চড়ে যেতে যেতে কথা হয় বারেকের সঙ্গে। তিনি বলেন, ‘এই বস্তির কারোর করোনা ...