দৃষ্টি সংযত রাখলে বান্দা যে উপকারিতা পাবেন
ইসলাম ডেস্ক: শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গই আল্লাহ তায়ালার অনেক বড় নিয়ামত আমাদের জন্য। একেক কাজের জন্য একেকটির প্রয়োজন। তবে গুনাহ থেকে সব অঙ্গই হেফাজত করা মুমিন বান্দার কর্তব্য। চোখ আল্লাহ তায়ালার অনেক বড় এক নিয়ামত। এই নিয়ামতের অপব্যবহার হলে উভয়জগতে আছে বহু ক্ষতি। কুদৃষ্টি মানবহৃদয়ে প্রবৃত্তির বীজ বপন করে। চোখের যত্রতত্র ব্যবহার গুনাহের দ্বার উন্মোচিত করে দেয়। চোখকে বলা হয় অন্তরের আয়না। চোখ সংযত থাকলে অন্তর সংযত থাকবে। ডেইলি বাংলাদেশ আসুন জেনে নেয়া যাক দৃষ্টি সংযত রাখলে বান্দা কী কী উপকারিতা পাবেন- ১. মহান আল্লাহ তায়ালার আদেশ পালন। এর মধ্যে আছে মুমিনের সফলতা ও ব্যর্থতা। আল্লাহ তায়ালা তার প্রিয় নবীর মাধ্যমে নারী-পুরুষ সবাইকে আদেশ করেছেন, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে।’ (সুরা নূর, আয়াত : ৩০-৩১ ) ২. অন্তরকে পবিত্র করে, চোখের হেফাজতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ তার অন্তর পরিশুদ্ধ করে দেব...