Posts

Showing posts with the label দূরদর্শী এবং ন্যায্য আচরণ করুন

আকতার বানু আলপনা: সবার সঙ্গে বুদ্ধিদীপ্ত, দূরদর্শী এবং ন্যায্য আচরণ করুন

Image
আকতার বানু আলপনা: সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারাটা অবশ্যই অবশ্যই একটা বিশেষ ধরনের যোগ্যতা। যার জন্য বুদ্ধি, আন্তরিক চেষ্টা এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গী লাগে, যেটা সবার থাকেনা। আর থাকেনা বলেই অনেকের অনেক সুসম্পর্ক ভেঙে যায় বা নষ্ট হয়। সেই বিশেষ যোগ্যতা আপনার আছে কীনা, সেটা বোঝা যাবে, যদি আপনি আপনার আশপাশের মানুষ, নিকটজন এবং বিশেষত আপনার শ্বশুর/শ্বাশুড়ী বা ছেলের বৌ/মেয়ের জামাইয়ের সঙ্গে মিলেমিশে থাকতে পারেন বা তাদের সঙ্গে সুমধুর সম্পর্ক রেখে চলতে পারেন। যেকোনো সম্পর্ক ভাঙ্গা বা খারাপ করা খুবই সহজ। কিন্তু কঠিন হলো প্রতিটা সম্পর্ক আন্তরিক, সুন্দর ও উপভোগ্য করে রাখতে পারা। সেজন্য ত্যাগ স্বীকার করতে হয়। টাকা খরচ করতে হয়। পরিশ্রম করতে হয়। অন্যের মানসিকতা বোঝার এবং সেই অনুযায়ী আচরণ করার চেষ্টা করতে হয়। আপনার আশপাশের প্রতিটা মানুষের চাহিদা, মতামত, অধিকার, অবদান, প্রয়োজনীয়তা, সুবিধা ইত্যাদি মেনে নিয়ে তাদের প্রতি যথার্থ ও আন্তরিক আচরণ করতে হয়। আমরা নিজের অধিকার, সুবিধা, প্রয়োজন, ইচ্ছা, ভালোলাগা ইত্যাদি খুব ভালো বুঝি। কিন্তু অন্যেরটা একেবারেই বুঝতে চাইনা। সম্পর্ক খারাপ হওয়ার মূল কারণ আসলে এটাই। শ্বা...