Posts

Showing posts with the label দণ্ড মওকুফের ধারাতেই দেশ ছাড়ার সুযোগ আছে: ফখরুল

দণ্ড মওকুফের ধারাতেই দেশ ছাড়ার সুযোগ আছে: ফখরুল

Image
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার ব্যাপারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বলেন, যে আইনে দণ্ড স্থগিত করা হয়েছে, সেই আইনেই খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর সুযোগ রয়েছে। রোববার (৯ মে) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সবশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন তিনি। দলটির মহাসচিব বলেন, সরকার মৃত্যুদণ্ডের আসামিদের মুক্তি দিয়ে দিচ্ছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি পাঠিয়ে দিচ্ছে, কিন্তু একমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সবকিছু করা হচ্ছে। এ বিষয়েও পরিবারই যা ভালো মনে করে করবে। বার্তাবাজার/ই.এইচ.এম