তোমাকে পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের: মিথিলা
হালের জনপ্রিয় নায়িকা মিথিলা। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। নতুন খবর হচ্ছে, দেখতে দেখতে ৮-এ পা দিলো তাহসান খান-রাফিয়াত রাশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান। আজ ছিলো আইরার জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকগুলো ছবির একটি কোলাজ পোস্ট করেছেন মিথিলা। আইরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছবির ক্যাপশনে মিথিলা লিখেছেন, ‘তোমাকে পাওয়াটা আমার জন্য সৌভাগ্যের। মাতৃত্বের আনন্দময় ৮ বছর’। এদিকে মেয়ে আইরার জন্মদিন।কাছে নেই, ভিডিও কলেই শুভেচ্ছা বার্তা বাবা সৃজিতের। আইরা তাঁর বেঁচে থাকার কারণ, জীবনের অন্ধকারের সময় হাসি ফোঁটায় তাঁর মেয়ে।