Posts

Showing posts with the label তুমিই প্রথম শিশু

তুমিই প্রথম শিশু, তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে তৃপ্তি পাই: নুসরাত জাহান

Image
টালিউড চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত জাহানের ছোট্ট বন্ধু একাংশর জন্মদিন গিয়েছে গতকাল। শুক্রবার ৭ বছরে পা দিয়েছে সে। বিশেষ দিনে একাংশকে ভালোবাসা জানাতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন নুসরাত। ইনস্টাগ্রামে তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘প্রথম যখন হাসপাতালে তোমায় দেখেছিলাম, তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর বয়স হলো। তুমিই প্রথম শিশু, যাকে আমি এত ভালোবেসেছি। তুমি আমাকে পাগল বলো। আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ দিনে তোমার হাসি মন ভালো করে দেয়। তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে তৃপ্তি পাই। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি খুশি এবং সুস্থ থাক। বড় হয়ে ভালো মানুষ হও। স্নেহশীল হও এবং বুদ্ধিমান হও’। নুসরাতের পোস্ট থেকে বোঝার উপায় নেই বাচ্চাটা আসলেই তার কে হয়। কিন্তু দুই অসম বয়সীর বন্ধুত্ব যে ষোলআনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সূত্র : আনন্দবাজার