Posts

Showing posts with the label তাসনিম জারাকে ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিলো ইংল্যান্ড

তাসনিম জারাকে ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিলো ইংল্যান্ড

Image
আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি শুরুর প্রথম থেকেই ভাইরাসটি সম্পর্কে মানুষকে জানাতে প্রায়ই লাইভে আসতেন ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশি চিকিৎসক তাসনিম জারা। একজন ফ্রন্ট লাইনার হিসেবে তার সময়োপযোগী পরামর্শ সাহায্য করেছে লাখো মানুষকে। ইংল্যান্ডে জাতীয় স্বাস্থ্যসেবা খাতে (এনএইচএস) কর্মরত তিনি। এবার ব্রিটিশ সরকার চিকিৎসক তাসনিম জারা’কে ‘ভ্যাকসিন লুমিনারি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুধবার জি-৭ গ্লোবাল ভ্যাক্সিন কনফিডেন্স সামিটে এই ঘোষণা দেয়া হয়। জি-৭ প্রেসিডেন্সিতে ব্রিটিশ সরকার প্রথমবারের মতো এরকম ইভেন্ট আহ্বান করে। এতে টিকার বিষয়ে আস্থা গড়ে তোলা এবং তা রক্ষায় সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিশ্বজুড়ে যেসব বিশেষজ্ঞ কাজ করছেন তাদেরকে একত্রিত করা হয়। ড. তাসনিম জারা ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে একজন পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী। তিনি বলেন, যদিও আমাকে ব্রিটেনের পক্ষ থেকে বিশ্ব মানচিত্রে তুলে ধরা হয়েছে, তবু আমি বাংলাদেশ ও ভারতের মানুষদের বেশি সেবা দিয়েছি। একমাত্র বাংলাদেশি হিসেবে আমাকে ভ্যাক্সিন লুমিনারি হিসেবে স্বীকৃতি দেয়ার ফলে এই প্লাটফর্মে বিশ্বের অন্য অংশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। ব্রিট...