Posts

Showing posts with the label তানজিন তিশার ব্যবসায় ইনভেস্ট করতে চান জোভান

তানজিন তিশার ব্যবসায় ইনভেস্ট করতে চান জোভান

Image
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হতে যাচ্ছে ‘অতঃপর’ শিরোনামে একটি একক নাটক। সেরনিয়াবাত শাওনের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, কয়েস চৌধুরী, সাহানা আফরোজ স্বপ্না, মানতানা ওয়ারদা, সোহান প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, জোভান বাইক রাইডার আর তিশা হাতে শাড়ি পেইন্ট করে বিক্রি করেন অনলাইনে। উদ্যোক্তা হওয়াই তাঁর প্রধান লক্ষ্য। স্বপ্ন, একদিন ফ্যাশন হাউসের মালিক হবেন। জোভান-তানজিন তিশা অন্যদিকে, জোভানের বাইক রাইডার হওয়ার নেপথ্য কারণ প্রধানত চাকরির জন্য টাকা দিয়ে প্রতারিত হওয়া। বড় অঙ্কের টাকা দিয়েছিলেন দালালচক্রকে। চাকরি দিতে না পারলেও প্রতারকচক্র টাকা ফেরত দিতে গড়িমসি করছে। তাঁর স্বপ্ন, এই টাকা উদ্ধার করে তিশার বিজনেসে ইনভেস্ট করবেন। বাকি গল্প দেখতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়। নাটকে ইফতিখার চরিত্রে জোভান ও শায়লার চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা।