Posts

Showing posts with the label ডা. মামুন আল মাহতাব: ঈদ মোবারক- সেদিন আর এদিন

ডা. মামুন আল মাহতাব: ঈদ মোবারক- সেদিন আর এদিন

Image
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) : ছোট বেলা থেকে দেখে এসেছি রোজার ঈদ মানেই হলো চাঁদ রাতে ঈদের চাঁদটা দেখা যাওয়া মাত্র টেলিভিশনে নজরুলের, ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ আর তার পরপরই স্বপরিবারে চাঁদ রাতের কেনা কাটার জন্য শপিং সেন্টারে ‘দে ছুট’। ঈদের দিন ভোর-ভোর গোসল সেরে, ঈদগাহে ঈদের নামাজটা পরে বাসায় এসে পরোটা সেমাই দিয়ে ভরপুর নাস্তা আর তারপর ঘুরতে বেরুনো। আত্মীয়-স্বজনের বাসায় ঈদের কোলাকুলি, সালামী আদায় আর বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় দিনটা পার করে টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠানের সামনে সোফায় আঠা দিয়ে সেটে বসা- এভাবেই কেটে গেছে একের পর এক ঈদ। হঠাৎ ছন্দ পতন গত বছরে এসে। গত বছর রোজার শেষে টিভিতে নজরুলের ‘রমজানের ঐ রোজার শেষে’ কেমন যেন বড্ড বেশি বেসুরো, বেমানান। মুখোশ ঢাকা মুখে বুকের ভিতরে লুকানো আতঙ্কের ছোঁয়া পরে কি পরে না জানি না, কিন্তু ঈদের আনন্দ মাস্কে বাড়ি খেয়েই ফিরে যায়। আগের মতো হৃদয়ের অলিন্দে-অলিন্দে জাগেনা আর সেই আনন্দের অতি পরিচিত অনুরনন। গত বছর ভেবেছিলাম এবারই তো শেষ, একটা ঈদইতো- আগামীবার আসবে ভ্যাকসিন, ছুটে পালাবে কোভিড আর ঈদ হবে সেই রকম। সেই আশায় এখন চূড়ান্ত রকমের গু...