Posts

Showing posts with the label টিকে রইলো শিরোপা দৌঁড়ে

[১] সুয়ারেজে রক্ষা আতলেতিকো মাদ্রিদের, টিকে রইলো শিরোপা দৌঁড়ে

Image
স্পোর্টস ডেস্ক : [২] কষ্ট হলেও অ্যাতলেটিকো মাদ্রিদ জয়ের ধারা অব্যাহত রেখে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি অক্ষুণœ রেখেছে। রোববার (১৬ মে) লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে জয় পায় অ্যাতলেটিকো মাদ্রিদ। [৩] ঘরের মাঠে পিছিয়ে পড়েও ওসাসুনার বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিয়েছে তারা। দিয়েগো সিমেওনের দলের আর একটি ম্যাচ বাকি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলেই ৭ বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলবে আতলেতিকো মাদ্রিদ। [৪] ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে আন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। তাতে হারের শঙ্কায় পড়ে যায় আতলেতিকো। সাত মিনিট পরই অবশ্য সমতায় ফিরে আতলেতিকো। সমতা ফেরানো গোলটি করেন রেহান লোদি। ৮৮ মিনিটে লুইস সুয়ারেজের গোলে নিশ্চিত হয় দলটির জয়। এদিন একই সময়ে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল জয় তুলে নিয়ে শিরোপার রেসে টিকে আছে। আর হেরে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেছে লিওনেল মেসিদের। – গোল ডটকম/ মার্কা