Posts

Showing posts with the label টিকটকে অশ্লীল ভিডিও বানানোয় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

টিকটকে অশ্লীল ভিডিও বানানোয় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

Image
বাগেরহাট সদরে টিকটক ও লাইকি অ্যাপসে আপত্তিকর ভিডিও বানানোয় সোমা (১৯) নামের এক নারীকে হত্যা করেছে তার স্বামী। শনিবার (০৮ মে) সন্ধ্যায় বাগেরহাট সদরের দশআনী উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই স্বামী আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত (২৩) আত্মসমর্পণ করেছেন বাগেরহাট মডেল থানায়। নিহত সোমা সদর উপজেলার সিংড়াই গ্রামের আব্দুল করিম বক্সের মেয়ে। সে বাগেরহাট সরকারি পিসি কলেজের ইংরেজি বিভাগে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আব্দুল্লাহ আল নাইম ওরফে শান্ত দশআনী উত্তরপাড়া এলাকার গোলাম মোহাম্মাদের ছেলে। সে ঢাকায় একটি বাইয়িং হাউসে কাজ করত। প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০১৯ সালে নাইম ও সোমার বিয়ে হয়েছিল। পুলিশ জানায়, লাইকি অ্যাপস ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সোমার অ্যাকাউন্ট ছিল। সোমা সেসব অ্যাকাউন্টে আপত্তিকর ছবি পোস্ট করত। এসব নিয়ে স্বামী নাইমের সঙ্গে তার ঝামেলা ছিল। শনিবার ঢাকা থেকে ফিরে সোমাকে ফোন করে। বিকেল তিনটার দিকে দশানীস্থ নাইমের বাড়িতে আসেন সোমা। সেখানে সন্ধ্যার দিকে গলায় ফাঁস দিয়ে সোমাকে হত্যা করে নাইম। নাইমের বাবা-মা ঢাকায় থাকায় বাড়িতে শুধু তারা দু’জনই ছিল। সোমার পরকিয়া সম্পর্ক ছিল বলেও...