টাঙ্গাইলে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদন্ড
টাঙ্গাইলের কালিহাতী লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মে) সকালে উপজেলার চরবাবলা গ্রামে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী। এ সময় ১৩ টি ড্রেজার জব্দ করা হয়। কারাদন্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪), ধলাটেংগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বাসাখানপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (২১)। এ অভিযানে র্যাব সহযোগিতা করে। এ ব্যাপারে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদাতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়। এর মধ্যে সংগ্রাম ও জাহিদুল ইসলামকে ৭ দিন করে এবং আব্দুল কুদ্দুসকে ৩ মাসের কারাদন্ড দেয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। হাসান সিকদার/বার্তাবাজার/পি