জয়ের ধারা ধরে রাখতে রাত পোহালে মাঠে নামবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের অঞ্চলে ব্রাজিল এখন পয়েন্ট টেবিলে আছে সবার উপরে। সেই ধারা ধরে রাখার মিশনে বুধবার তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। কোপা আমেরিকার আগে এই ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণও তিতের দলের জন্য। ঢাকা পোস্ট এবারের কোপার আয়োজকও তারাই। এমনিতেও যে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো ব্রাজিলের কাছে বেশ গুরুত্বপূর্ণ, সেটা বোঝা যায় দলটির অধিনায়ক ক্যাসেমিরোর কথা। সর্বশেষ ম্যাচে জিতে তিনি বলেছিলেন, ‘বিশ্বকাপ ম্যাচ জিতেছি।’ তবে তাদের জন্য কাজটা যে একদম সহজ হবে না, সেটা বলে দেওয়া যায় আগেই। এখনো অবধি বিশ্বকাপ বাছাইয়ে পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতেছে প্যারাগুয়ে, কিন্তু হারেনি কোনোটিতেও! বাকি চার ম্যাচই তারা করেছে ড্র। অন্যদিকে ব্রাজিলের বেশ টালমাটাল অবস্থা। দলটির কোচ তিতের ভবিষ্যৎ পড়ে গেছে শঙ্কায়। নিজেদের দেশে হওয়া কোপা আমেরিকাতে খেলা নিয়েও তাদের আছে অনিশ্চয়তা। কিন্তু দলটির জন্য স্বস্তির বিষয়, বিশ্বকাপ বাছাইয়ের পাঁচ ম্যাচের সবগুলোতে জিতেছে তারা। পরিসংখ্যান কী বলে ইতিহাস ভালোভাবেই এগিয়ে রাখছে ব্রাজিলকে। এখনো পর্যন্ত প্যারাগুয়ের বিপক্ষে সর্বমোট ৮১ ম্যাচে মাঠে নেমেছে সেলেসাওরা। যেখানে ...