জয়িতা রায়ের কবিতা: বিষাক্ত
তোমার বিষ মায়া পৃথিবীকে বাঁচায় আমার মাঝে মনে হয় ঝড় না হলেও আজ মেঘ করবে– গ্রীষ্মের প্রচন্ড রোদ আমি দেখি তোমার চোখে হীরার মতো জ্বলছে তোমার চোখ দুটো। তুমি তাকিয়ে আছো নীলের দিকে প্রতিটি ঝড়ে তোমার আর্তনাদ শোনা যায় পৃথিবীর শেষ নিশ্বাসও ভালোবাসবে তোমাকে, ঝড় আসে তোমার চোখে– আমাদের স্বপ্ন গুলো মাটির কণার সাথে মিশে যায়। বৃষ্টির দিনে কাঁদামাটির গন্ধে আমি তোমাকে নতুন করে খুজেঁ পাই। পৃথিবীর শেষ প্রেম ধ্বংস আমাদের নিজেদের হাতেই আমার কঠোর হৃদয় কখনো বিষাদ মানে না। ২৮শে জৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ The post জয়িতা রায়ের কবিতা: বিষাক্ত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .