জুমাতুল বিদায় করোনা থেকে মুক্তির দোয়া
পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা। এ দিনকে ইবাদতের মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুক্রবার (৭ মে) জুমাতুল বিদা উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশে মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লির ঢল নেমেছে। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করেন মুসল্লিরা। নামাজ আদায়ের পর মোনাজাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আহাজারি-কান্নায় ভেঙে পড়েন অনেকেই। করোনার প্রাদুর্ভাব থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতির জন্য দোয়া করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা নিজের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দেশের অগ্রগতি, সমৃদ্ধি তথা মুসলিম উম্মাহর শান্তি ও সম্প্রীতি কামনা করেন। বার্তাবাজার/নব