জীবন-জীবিকার লড়াই করে যাচ্ছে তারা
নিউজ ডেস্ক: কাঁকড়াছড়া পানপুঞ্জির প্রবীণতম খাসি নারী কাকা লাকাচিয়াং। তার বয়স ১০০ পেরিয়েছে। তবু জীবন-জীবিকার লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাকে। জীবিকা হারিয়ে জীবন বিপন্ন তাদের, পানপুঞ্জিতে দুর্বৃত্তদের ধ্বংসযজ্ঞ সম্পর্কে বলতে গিয়ে বয়োবৃদ্ধ নারীটির কণ্ঠে এই হাহাকার ধ্বনিত হচ্ছিল। গত মে মাসের প্রথম সপ্তাহে কয়েক দফায় উজাড় করে দেওয়া হয়েছিল খাসিদের পানজুম। খাসিয়া নামে পরিচিত এই আদিবাসীরা নিজেদের খাসি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। শতবর্ষী লাকাচিয়াঙের স্বামী মারা গেছেন অনেক বছর আগে। দেশে যে দুটি আদিবাসী সমাজে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু আছে, তার একটি খাসিরা। স্বামী না থাকলেও ছেলেমেয়েদের নিয়ে তার পরিবার পুঞ্জিতে টিকে আছে কোনোমতে। খাসি এই নারী বাংলাটা ভালো বোঝেন না বলে আরেক খাসি তরুণের সহায়তা নিয়ে কথা চালিয়ে যেতে হয় নাগরিক প্রতিনিধি দলের সদস্যদের। ঢাকা থেকে যাওয়া ওই প্রতিনিধি দলটিকে লাকাচিয়াং জানান, বসন্ত ও কলেরার মতো মহামারি দেখার স্মৃতি এখনও মনে করতে পারেন তিনি। তিন-চার বছর বয়সে দেখেছিলেন বসন্ত, খাসি ভাষায় যেটিকে তারা বলেন নিয়াংসি। পরে দেখেছেন পেনহিয়ারপ বা কলেরা। কলেরায় এই পুঞ্জিতে...