Posts

Showing posts with the label জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল পাকিস্তান

Image
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষ দিন আজ মাঠে নামে পাকিস্তান। শেষ দিন জিম্বাবুয়েকে হারাতে পাকিস্তানের প্রয়োজন ছিল ১ উইকেট। আর ইনিংস পরাজয় এড়াতে জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৫৮ রান। কিন্তু শেষ দিন মাঠে নেমে মাত্র ১১ রান যোগ করে অলআউট হয়ে যায় তারা। এতে ইনিংস ও ১৪৭ রানে জয় পায় পাকিস্তান। যার ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। চতুর্থ দিন শেষে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট শিকার করেছিলেন। ৫ উইকেট পূরণের জন্য শেষ দিন ১ উইকেট প্রয়োজন ছিল তার। দিনের পঞ্চম ওভারের শেষ বলে লুক জঙ্গিকে কট বিহাইন্ডে পরিণত করে নিজের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট শিকার করলেন শাহিন। এতেই ইতিহাস গড়েছে পাকিস্তান। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মত ১ টেস্টে ৩ জন বোলার ৫ উইকেট করে শিকার করেছেন। প্রথম ইনিংসে হাসান আলি ৫ উইকেট পেয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে শাহিন ও বাঁহাতি স্পিনার নোমান আলি ৫টি করে উইকেট শিকার করেছেন। টেস্ট ইতিহাসে এই নিয়ে ৬ বার কোনো টেস্টে দলের ৩ বোলার ফাইফার নিতে পেরেছেন। সর্বশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা দেখা গিয়েছিল। ২৮ বছর পর এই বিরল রেকর্ডে নাম লেখাল পাকিস্তান। বার্তাবাজার...