জিমে একসঙ্গে ঘাম ঝড়াচ্ছেন সারা-জাহ্ণবী, ভিডিও ভাইরাল
জিমে একসঙ্গে ওয়ার্কআউটে দুই সেলেব কিড। দুজনেই বলিউডের জার্নি শুরু করেছিলেন একইসময়ে। একে অপরের প্রতিদ্বন্দী হিসাবেই সকলের সামনে এসেছেন ডেবিউ ছবিতে। নিজেদের প্রতিভার প্রমাণ রেখেছেন দুজনেই। নিশ্চই বুঝতে পারছেন কাদের কথা বলছি। সাইফ কন্যা সারা আলি খান ও শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর। ভিডিও সৌজন্যে। ‘Kedarnath’ এর মাধ্য়মে সারা ও ‘Dhadak’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন দুজনে। প্রচুর আলোচনাও হয় তাঁদের নিজেদের সম্পর্ক নিয়ে। যদিও দুজনেই উত্তরে বুদ্ধিমত্তার পরিচয় দেন। দুজনেই বলেন তাঁরা খুব বন্ধু, দুজনেই দুজনের প্রশংসা করেছেন মন খুলে। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে দুজনে একসঙ্গে এক্সারসাইজ করছেন। ওয়ার্কআউটে একে অপরের সাহায্যও নিচ্ছেন দুজনে। পরনে স্পোর্টস ওয়্যার। সারা-জাহ্ণবী ‘দোস্তানা ২’-র কাজ চলছে, ‘গুড লাক জেরি’ ছবির কাজ শেষ করেছেন জাহ্ণবী অন্যদিকে ‘আতরঙ্গি রে’ ছবির শুটিং শেষ করেছেন সারা আলি খান। আপাতত তাই শরীর চর্চায় মন দিয়েছেন দুজনেই। ভিডিও পোস্ট হতেই দিকে দিকে তা ছড়িয়ে দিয়েছেন ফ্যানেরা। দেখুন সেই ভিডিও…