জাফর ওয়াজেদ: জিয়ার ক্যু কীর্তি : চাই শ্বেতপত্র
জাফর ওয়াজেদ : সামরিক জান্তা শাসক জেনারেল জিযার শাসনামলে সরকারি কর্মকর্তা-কর্মচারি হতে শুরু করে পেশাজীবিরা নানা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছিলো। ছাত্র সমাজ সবচেয়ে বেশি সংক্ষুব্ধ ছিলো। ১৯৭৭ সালের শেষ হতে শুরু হয় সচিবালয়ের কর্মচারিদের ধর্মঘট। তারা লুঙ্গি পড়ে অফিসে আসে। তাই তাদের ম্যানেজ করতে নানা টোপ ফেলা হতো। সরকারি কোষাগার উজার করে নেতা কেনা শুরু হয়। ক্ষোভ সেনাবাহিনীতে তীব্র ছিলো। তাই প্রায়ই ক্যু-এর ঘটনা ঘটতো। দ্রুত বিচার নামক প্রহসন করে ফাঁসিতে ঝুঁলানো হতো প্রতিপক্ষ তথা মুক্তিযোদ্ধা সেনাদের। এভাবে মুক্তিযোদ্ধা সেনা হ্রাস করার প্রকল্প চালু রাখা হতো। হত্যা করার জন্য-এমনকি দেশব্যাপী গণরোষ থেকে দৃষ্টি অন্যত্র সরাতে জেনারেলের নির্দেশেও ক্যু ঘটানো হতো। সে সময়ের শিক্ষা সচিব কাজী ফজলুর রহমান তার ডায়েরিতে এমন ঘটনার কথা লিখেছেন। ৯ মে-মঙ্গলবার-১৯৭৮। ‘আমাদের মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (আশরাফ হোসেন খান) কাল একটা অবাক হওয়ার মতো খবর দিলেন। বললেন, জানেন, ‘একটা গোয়েন্দা রিপোর্ট আছে যে, আজ একটা ‘COUP’- এর চেস্টা হতে পারে।’ এমন একটা ঘটনা যে ঘটতে পারে না, তা নয়। তবে দেশের ‘শত্রুরা’ তৎপর ...