জাফর ওয়াজেদ: জিয়াকে কেন সেনাপ্রধান করা হয়নি?
জাফর ওয়াজেদ : সাবেক আর্মি চিফ শফিউল্লাহ বলেছেন, ‘সিনিয়র হওয়া সত্ত্বেও জিয়াকে সেনাপ্রধান না করা সরকারের ভুল ছিলো’। [১] তাহলে প্রশ্ন হলো, জিয়াকে কেন আর্মি চিফ করা হয়নি? নীচে পয়েন্ট আকারে তা উল্লেখ করা হলোÑ [১] মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি সঠিক নেতৃত্ব দিতে পারেননি। তার যুদ্ধপরিকল্পনা ও অবহেলার কারণে প্রচুর অফিসার নিহত হয়। (যেমন- কামালপুরের যুদ্ধে ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ ও আরও অনেকে।) [২] সেক্টর কমান্ডারদের মিটিং এ অসদাচরণ করেছিলেন এবং ওসমানীকে সেনাপ্রধান হিসেবে মানতে রাজি হয়নি। এবং অবাধ্যতা ও চক্রান্ত করেছেন। যার ফলে ওসমানী প্রবাসী সরকারকে পদত্যাগপত্র পর্যন্ত জমা দিতে বাধ্য হয়েছিলেন। [৩] যুদ্ধকালীন সময়ের শুরুতে তার অপকর্মের কারণে বিডিএফ হেডকোয়ার্টার সম্মিলিত বোর্ড করে তাকে কোর্ট মার্শাল করার প্রস্তুতিও নিয়েছিলো। [৪] নিজের ফ্যামিলি স্টেবল ছিলো না। এখানে জিয়া এবং তার স্ত্রী (ও শ্বশুরালয়ের) রেকর্ড যাচাই করা হয়েছে। বিশেষ দ্রষ্টব্য : বিশ্বের কোনো আর্মিতেই ডেপুটি চিফ পদ নেই। তবুও এটি তৈরি করে জিয়াকে রাখা হয়েছিলো। এখানে উল্লেখ্য যে, ডেপুটি করার পরেও সে প্রেসিডেন্টের কাছে নিজে ও বিভিন্ন ল...