জাফর ওয়াজেদ: জামাতিদের হত্যাযজ্ঞ ১৯৭০
জাফর ওয়াজেদ: এটা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের আগের একটা ঘটনা যখন পর্যন্ত জামায়াতের ‘মিরজাফরি আলবদর’ উপাধিখানা অর্জন করে উঠেনি। ১৯৭০ সালে ১ নভেম্বরে পাকিস্তানে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে এসেছিলেন পোলান্ডের রাষ্ট্রপতি ম্যারিয়ান স্পিচালস্কি। করাচি বিমানবন্দরে নামার পরই তাকে স্বাগত জানাতে পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসাবে যাওয়া বিভিন্ন ব্যাক্তিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন তখন বিমানবন্দরে একটি ট্রাক তুমুল গতিতে এসে আছড়ে পড়ে তাদের বহরের উপর। হামলার মূল লক্ষ্য রাষ্ট্রপতি ম্যারিয়ান স্পিচালস্কি অল্পের উপর দিয়ে বেঁচে যান। তবে ঘটনাস্থলেই নিহত হন সহকারী পররাষ্ট্র মন্ত্রী জিগফ্রিদ ভোলনিয়াকসহ আরো তিনজন (মোট ৪ জন)। পাকিস্তানে রাষ্ট্রীয় সফরে এসে সহকর্মীর লাশ নিয়ে দেশে ফেরত যান পোলান্ডের রাষ্ট্রপতি। এই কুকর্মটি করেছিলো জামায়াতের সক্রিয় সদস্য ফিরোজ আব্দুল্লাহ। গোলাম আযম নামক ইবলিশটা সেসময় ভাষ্য দিয়েছিল যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যেন জামায়াতকে জড়ান না হয়। ফিরোজ আব্দুল্লাহ জামায়াতের কেউ নয় বলেও সে বক্তব্য করেছিলো। ডাহা মিথ্যা বলার অভ্যাস এই ছাগ্রামী রাজকার সর্দারের জিনে মিশে আছে। গোলাম মিথ্যে বলে পার পা...