Posts

Showing posts with the label জাতীয়

আবরার হত্যার হুকুমদাতা ছাএলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক!

Image
সংগ্রাম ডেস্ক: আবরার ফাহাদ হত্যায় দায়ের করা মামলার ১৯ জন আসামির তালিকা থেকে প্রধান খুনিদের একজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও পুরকৌশল বিভাগের ছাত্র ইসকনের নেতা অমিত সাহাকে বাদ দেয়া হয়েছে | প্রশাসনের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার পূর্বে ছাত্রলীগের ১৯ জন হত্যাকারীর প্রত্যেকের মোবাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ইসকনের সা. সম্পাদক “লেখক ভট্টাচার্য”- এর সাথে কথা বলার প্রমান পেয়েছে পুলিশ | বোঝা যাচ্ছে এই হত্যাকান্ড সরাসরি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ইসকন নেতা “লেখক ভট্টাচার্যের” নির্দেশণায় হয়েছে | কিন্তু কোন একটি অদৃশ্য শক্তির প্রভাবে সেটা এখন ধামাচাপা দেয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী | সংবাদটি ফেসবুক থেকে সংগৃহীত

অভিনব প্রতিবাদ : রাস্তার গর্তে নিজেকে ‘কবর’ দিলেন ট্রাকচালক

Image
আন্তর্জাতিক ডেস্ক : রাস্তার বেহাল দশা। জায়গায় জায়গায় ভেঙে গেছে। সেই ভাঙা অংশগুলো আস্তে আস্তে বড় গর্তে পরিণত হয়েছে। আর সেগুলোতে পানি জমে রূপ নিয়েছে ডোবায়। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। দুর্ঘটনার আশঙ্কা তো রয়েছেই। ভারতের রাজস্থানে সড়কের এমন দুরবস্থা দেখে এক ট্রাকচালক অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। লক্ষ্মণ বাথওয়ার নামের ওই ট্রাকচালক রাস্তায় তৈরি হওয়া একটি গর্তের মধ্যে ঢুকে নিজেকে প্রতীকীভাবে কবর দেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির রাজকোট সফরের দিন লক্ষ্মণ ও তার বন্ধুরা মহাসড়কে হাজির হন। সঙ্গে ট্রাক্টরে করে নিয়ে আসেন মাটি। এরপর বড় এক গর্তের মধ্যে ঢুকে পড়েন লক্ষ্মণ ও তার এক বন্ধু। এরপর দুজনের ওপর ফেলা হয় মাটি। বেশ কিছুক্ষণ ওইভাবে থাকার পর অবশ্য ট্রাকচালক ও তার বন্ধু উঠে আসেন। পরে গর্তটি মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়। এ ব্যাপারে লক্ষ্মণ বলেন, আমি একজন ট্রাকচালক। এই রাস্তা দিয়ে আমাকে সকাল-সন্ধ্যা যেতে হয়। গত একমাস ধরে রাস্তার বেহাল দশা। কর্তৃপক্ষ সব জানে। কিন্তু চোখ বন্ধ করে বসে আছে। মুখ্যমন্ত্রী সফরে না এলেও আমি এভাবেই প্রতিবাদ করতাম। পরে রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি রাস্তা ঠিক করার...

জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান

Image
জুমবাংলা ডেস্ক: এজেন্ডা ২০৩০ অর্জনের জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি কাজে লাগানোর আহ্বান জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের ফোরামের সাধারণ আলোচনায় ভাষণ প্রদানকালে তিনি এ আহ্বান জানান। উচ্চ পর্যায়ের এই ইভেন্টটি আয়োজন করেন ৭৩তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিজ্ মারিয়া ফার্নান্দে এস্পিনোসা গার্সেজ। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উল্লেখ করেন, আজ থেকে ২০ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ‘শান্তির সংস্কৃতি’র মতো আদর্শিক রেজুলেশনটি গ্রহণের প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ যা ছিল দেশের জন্য অত্যন্ত মর্যাদার বিষয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে ‘শান্তির সংস্কৃতি’ ধারণাটি জাতিসংঘে উত্থাপন করেন এবং ঐ বছরই সাধারণ পরিষদ তা এজেন্ডা হিসেবে গ্রহণ করে এবং পরবর্তীতে ১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে চূড়ান্ত...

এই ছোট্ট মেয়ে এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের স্ত্রী

Image
কে বলুন তো এই মিষ্টি বাচ্চা মেয়েটি ? চেনা চেনা লাগছে খুব ! ইনি এখন বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। টেলিভিশন অ্যাড আর মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। তারপর সোজা শাহরুখ খান থেকে সালমান খান ও আমির খানের মতো সব দাপুটে অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন তিনি। আর এখন তিনি ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেনের স্ত্রী। এবার আর বুঝতে বাকি নেই কার কথা বলা হচ্ছে ! হ্যাঁ ঠিকই ধরেছেন আনুশকা শার্মার কথা বলা হচ্ছে। ছোটবেলা থেকেই পোজ দিতে ওস্তাদ আনুশকা শার্মা। বিভিন্ন সময় সোশাল মিডিয়ায় সেসব ছবি শেয়ার করে মন কেড়ে নিয়েছেন নেটিজেনদের। শুক্রবারও টুইটারে নিজের ছোটবেলার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন বিরাট-পত্নী। ক্যাপশনে লিখেছেন, ‘লিটল মি’। আপাতত সিনেমা থেকে কিছুটা দূরে রয়েছেন আনুশকা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জিরো’। শাহরুখ খান ছিল তাঁর বিপরীতে। এরপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে। এখন অবসর কাটাচ্ছেন এই বলিউড তারকা। স্বামী বিরাট কোহলির সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর সেসব ছবি শেয়ার করছেন সোশাল মিডিয়ায়। এরই ফাঁকে নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন ছোট্টবেলার কিছু মুহূর্তও। The pos...

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পুলিশ সুপার, দেহরক্ষীর মৃত্যু

Image
জুমবাংলা ডেস্ক : গাড়ি উল্টে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। তিনি রক্ষা পেলেও মারা গেছেন তার দেহরক্ষী। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়ার কাজীর দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার বগদাদীয়া পুলিশ ফাঁড়ী পরিদর্শন শেষে গাড়ি যোগে শহরে ফিরছিলেন তারা। এ সময় মহাসড়কের কসকা এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে গাড়ির আরোহী পুলিশ সুপার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও চালক মং সাই চাকমা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিহত হন পুলিশ সুপারের দেহরক্ষী আজাহার। আহতদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। The post অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন পুলিশ সুপার, দেহরক্ষীর মৃত্যু appeared first on Zoom Bangla News .

কয়েক ঘণ্টার মধ্যেই শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ

Image
জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন আসছে কি-না বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। বর্তমানে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ওপর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকার্মীরা ক্ষুব্ধ। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছে মর্মে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী ছাত্রলীগের বিকল্প নেতৃত্ব দেখতে বলেছেন, এমন খবর প্রকাশের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ছাত্রলীগ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগ বিষয়ে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। এতে ছাত্রলীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে শোকজ-পরবর্তী করণ...

হবু ননদ কারিনার সঙ্গে পাল্লা দিয়ে শরীরচর্চা, ৭০ কিলোর বারবেল তুলেন আলিয়া (ভিডিও)

বেড়েছে সামুদ্রিক মাছের দাম

Image
জুমবাংলা ডেস্ক : রুপালি ইলিশের সরবরাহ বাড়ায় চট্টগ্রামের ফিশারিঘাটে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। তবে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় বেড়েছে সামুদ্রিক মাছের দাম। এদিকে আগের চেয়ে কমতির দিকে দেশি মাছের দাম। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার এ ফিশারিঘাট। সকাল থেকে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে এ বাজার। গত কয়েক দিন ধরে টানাবর্ষণ হচ্ছে বন্দরনগরীতে। আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারেনি। এ কারণে বেড়ে গেছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। গত সপ্তাহের তুলনায় ৫০-১০০ টাকা বেড়ে গেছে প্রতি কেজি সামুদ্রিক মাছ। তবে সরবরাহ বাড়ায় কমেছে দেশি মাছের দাম। রুই-কাতলা-মৃগেল আগের থেকে ৩০-৫০ টাকা দাম কমেছে। এক ব্যবসায়ী বলেন, রুই মাছ আগে ছিল ২৫০-২৩০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়। মৃগেল মাছ আগে ছিল ২০০ টাকা, এখন চলছে ১৫০-১৬০ টাকা। কাতলা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অপর এক ব্যবসায়ী বলেন, এখন সামুদ্রিক যে কোনো মাছের দাম বাড়তি। লইট্টা মাছের কেজি ছিল ৫০ টাকা, এখন বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা। গত সপ্তাহে রুপালি ইলিশের সরবরাহ কম ছিল, আজকে বাজারে রুপালি...

সন্ধ্যায় গণভবনে বসছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

Image
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। কার্যনির্বাহী সংসদের একজন সদস্য জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠকে কেন্দ্রীয় নেতাদের কিছু সুনির্দিষ্ট বিষয়ে ‘গাইডলাইন’ দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে দলের ২১তম জাতীয় সম্মেলনের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি শুরু, ছাত্রলীগের দুই নেতার ব্যাপারে সিদ্ধান্ত, মেয়াদোত্তীর্ণ দলের সহযোগী সংগঠনের সম্মেলন, উপজেলায় বিদ্রোহীদের চিঠির পর এবার নৌকাবিরোধী এমপি-মন্ত্রীদের ব্যাপারে করণীয়। তিনি জানান, কেন্দ্রের আগে জেলা  উপজেলার সম্মেলন ও কোন্দল নিরসনে কেন্দ্রীয় নেতাদের জেলা সফরের ব্যাপারে সিদ্ধান্ত। এ ছাড়া আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে দলীয় প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে। দলীয় সূত্রমতে, ২৩ অক্ট...

এশিয়া কাপের ফাইনাল : ভারতকে চেপে ধরেছে বাংলাদেশের যুবারা

Image
স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টসে হেরে প্রথমে বোলিংয়ে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ যুবা দল। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দলীয় ৮ রানেই টপ অর্ডার তিন ব্যাটসম্যানকে হারিয়ে খেই হারা ভারত! শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার সকালে টস জিতে বাংলাদেশকে প্রথমে বোলিংয়ে পাঠায় ভারত। সিদ্ধান্তটি আকবর আলিদের জন্য শাপে বর হয়ে এসেছে। ইনিংসের তৃতীয় ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশ দলের তানজিম হাসান সাকিব। তার বলে কট বিহাইন্ড হন ভারতের ওপেনার অর্জুন আজাদ (০)। দলীয় ৬ রানে আরেকটি উইকেট হারায় টুর্নামেন্টের ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। মৃত্যুঞ্জয় চৌধুরী বলে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে ফেরেন তিন নম্বরে নামা তিলক ভার্মা (২)। দলীয় স্কোরে আর দুই রান জমা পড়তেই রান আউট হয়ে ফেরেন ভারতের আরেক ওপেনিং ব্যাটসম্যান সুভেদ পার্কার (৪)। বাংলা‌দেশের যুবাদ‌ের সাম‌ন‌ে প্রথম শির‌োপা জ‌য়ের হাতছান‌ি। আর ভার‌তের সামন‌ে সপ্তম শ‌ির‌োপা জয়‌ের সু‌য‌োগ। ১৯৮৯ থেকে শুরু হয়ে ২০১৮ পর্যন্ত ভারতের যুবারা এশ‌িয়া কাপ‌ের শ‌ির‌োপা জিতেছে ছয়বার। একবার জিতেছে আফগানিস্তান। অবশ্য ২০১২ আসরে ভারত-পাকিস্তান ...

কেন অর্ধশতক উদযাপন করেননি আফিফ, জানালেন নিজেই

Image
স্পোর্টস ডেস্ক : দলের প্রয়োজনের সময় ঝড়ো অর্ধশতক। ২৪ বলে ৫০! ক্যারিয়ারে প্রথমবার পঞ্চাশ স্পর্শ। তাও কোনো উদযাপন নেই আফিফ হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে কেন হাফ-সেঞ্চুরি উদযাপন করলেন না বাংলাদেশের জয়ের নায়ক? ম্যাচ শেষে খোদ আফিফই দিয়েছেন সে উত্তর। আফিফ যখন ২৪ বলে অর্ধ-শতক হাঁকিয়ে মুশফিকুর রহিম ও লিটন কুমারের রেকর্ডে ভাগ বসিয়েছেন, বাংলাদেশের জয় তখন অনেকটাই নিশ্চিত। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার পর এমন একটি ইনিংস খেলে উচ্ছ্বসিত হওয়ারই তো কথা ছিল। আফিফের উদযাপনের কিছুই করলেন না আফিফ। ম্যাচ শেষে সত্যটা জানালেন ম্যাচের সেরা খেলোয়াড় আফিফ, “সত্যি বলতে হাফ সেঞ্চুরি যে হয়েছে খেয়ালই করিনি। বুঝতে পারার পর চিন্তা ছিল একেবারে ম্যাচ জিতেই উদযাপন করব। কিন্তু করতে পারিনি, তার আগেই আউট হয়ে গেলাম।” নেভিলে মাদজিভার বলে আফিফ যখন উইকেট ছাড়া হন তখন নামের পাশে ঝলমল করছিল ৫২টি রান। মাত্র ২৬ বলে আট চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান আট নম্বরে নামা এই ব্যাটসম্যান। তার এই ইনিংসে দল জেতায় আনন্দের শেষ নেই আফিফের, “এমন একটা ইনিংস খেলে দেশকে জেতাতে পারার অন্যরকম আনন্দ। এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। অন্যরকম এক অনু...

তোমার টুর্নামেন্টের কোনো বিশ্বাসযোগ্যতাই নেই : নাফিসাকে রশিদ

সাবেক মন্ত্রী সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Image
জুমবাংলা ডেস্ক : আজ শনিবার সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির পালন করবে সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, জেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠন ও তার পরিবার। সৈয়দ মহসীন আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মরহুমের করবে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়া মৌলভীবাজার শহরের বেরিরপারস্থ মহসীন আলীর বাস ভবনে স্মরণসভা, কোরআন খতম, মিলাদ, দোয়া, খাদ্য বিতরণ ও এতিমদের খাবার বিতরণ করা হবে বলে জানান প্রয়াত মন্ত্রীর মেঝো মেয়ে ও সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দা সানজিদা শারমিন। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ মহসীন আলী ২০১৫ সালের এই দিনে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সৈয়দ মহসীন আলীর বাবার নাম সৈয়দ শরাফ আলী। সৈয়দ মহসীন আলীর মায়ের নাম আছকিরুনন্নেছা খানম। ১৯৪৮ সালের ১২ই ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ৫ ভাইদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। মৌলভীবাজার মহকুমার রেডক্রিসেন্ট সোসাইটিতে তিনি ১৯৭৬ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত...

জাবি উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার শোভন-রাব্বানীর

Image
জুমবাংলা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শোভন শুক্রবার রাতে একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি টেন্ডারের ভাগ হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে জানতে পেরে আমরা উপাচার্য মহোদয়ের কাছে বিষয়টি জানতে চাই। এখানে আমাদের চাঁদাবাজির কোনো বিষয় ছিল না। আমরা ঘটনা জানার চেষ্টা করার পর থেকেই উপাচার্য ম্যাডাম কী কারণে ক্ষিপ্ত হয়েছেন জানতে পারি নাই। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টেন্ডারের কাজে আমাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না।’ এ বিষয়ে নিজেদের নির্দোষ দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠিও পাঠিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শুক্রবার গণমাধ্যমকে বলেছেন, ‘ঠিকাদারদের কাছ থেকে প্রকল্পের ৪-৬ শতাংশ অর্থ এনে দিতে তাকে চাপ দিয়েছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।’ উপাচার্য আরও বলেন, ‘ছাত্রলীগের সভাপতি রেজওয়ানু...

মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় মাইক্রোবাস চালকের মৃত্যু

Image
জুমবাংলা ডেস্ক : মাগুরায় কাভার্ড ভ্যাসের চাপায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাইক্রোবাসের ৬ যাত্রী। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা সদর উপজেলার কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজবাড়ী থেকে একটি মাইক্রোবাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান মাইক্রোবাসটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাস চালক এরশাদ। পরে আহত ৬ যাত্রীকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। The post মাগুরায় কাভার্ড ভ্যানের চাপায় মাইক্রোবাস চালকের মৃত্যু appeared first on Zoom Bangla News .

ওসি-এসআইকে কোপানোর ঘটনায় সন্ত্রাসী মুসার মা ও ৩ বোন শ্রীঘরে

Image
জুমবাংলা ডেস্ক :  নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও এসআইকে কুপিয়ে জখমের ঘটনায় তালিকাভুক্ত সন্ত্রাসী এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ সোহান আহমেদ মুসার মা এবং ৩ বোনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধায় ঘটনার সময় ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু মুসাকে গ্রেফতার করতে পারেনি। গ্রেফতারকৃতরা হলেন- মুসার মা শামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)। এ সময় মুসার বাড়ি থেকে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার দুপুরে হামরার ঘটনায় এসআই ফিরোজ বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন। মামলাটি রেকর্ড হওয়ার পর মামলাটি তদন্তের দায়িত্ব প্রদান করা হয় এসআই সামছুল ইসলামকে। এর আগে শুক্রবার সকালে সন্ত্রাসী মুসার গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের সিএনজি স্ট্যান্ড এর শ্রমিকদের ব্যানারে নবীগঞ্জ শহরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মুসা কর্তৃক সিএনজি শ্রমিক ফজলুর উপর সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড...

জানুন, বিয়ে করা আর বিয়ে দেয়ার দায়িত্ব ও ধর্মীয় বিধান

Image
জুমবাংলা ডেস্ক : প্রিয় পাঠক আসুন, কমপক্ষে একজনের বিয়ের জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা আইয়ামা (বিবাহহীন) তাদের বিয়ে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও… (২৪:৩২)। সূরা নুরে আল্লাহ আদেশ দিয়েছেন যে পুরুষের স্ত্রী নেই অথবা যে নারীর স্বামী নেই তারা অবিবাহিত; বিপত্নীক, বিধবা, তালাকপ্রাপ্তা যেই হোক না কেন, তাদের বিয়ের ব্যবস্থা করতে। আল্লাহর আদেশ এখানে কত সুস্পষ্ট। যে সাথীহারা, তার জন্য বৈধ সাথীর ব্যবস্থা করতে আল্লাহ হুকুম দিয়েছেন। আমাদের দেশের ক’জন অভিভাবক এ আদেশ সম্পর্কে খোঁজ রাখেন? অনেক পিতা এবং পিতার অবর্তমানে চাচা, বড় ভাই এ দায়িত্ব পালনে শোচনীয়ভাবে ব্যর্থ। এ জন্যই অভিভাবকদের এ পবিত্র কর্তব্যের কথা মনে করিয়ে দিতে চাই, যেটার কথা তারা বেমালুম ভুলে বসে আছেন। কিছুদিন আগে একজন মহিলা তার এক আত্মীয়ার বায়োডাটা দিলেন। বললেন, ওই বিধবার কম বয়সে বিয়ে হয়েছিল। এখন বয়স ৪০। তিনি নতুন করে জীবন শুরু করতে চান। সন্তানদের আপত্তি নেই। অভিভাবক হিসেবে বড় ভাইয়ের ফোন নম্বর দিলেন যেহেতু ওই বিধবার মা-বাবা মারা গেছেন। আমরা যখন বড় ভাইকে ফোন করলাম, তিনি জানালেন বোনের বিয়েতে তিনি আগ্রহ...

মুমিনের প্রশংসা করেই রক্ষা পেলেন এক নারী

Image
জুমবাংলা ডেস্ক : তাকওয়া বা আল্লাহর ভয় মুমিনের অন্যতম গুণসমূহের একটি। কুরআনুল কারিমে অনেক আয়াতে আল্লাহকে ভয়কারী ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হয়েছে। আর মুত্তাকি ব্যক্তিদের আল্লাহ তাআলা ২টি জিনিসের জন্য প্রতিযোগিতা করতে বরেন। আল্লাহ বলেন- ‘তোমরা আল্লাহর কাছে তার ক্ষমা ও আকাশ-জমিনব্যাপী বিশাল জান্নাত লাভের প্রতিযোগিতা কর। যা মুত্তাকি বা আল্লাহকে ভয়কারী ব্যক্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৩৩) আল্লাহ তাআলার এ ঘোষণার পর পরই পরবর্তী আয়াতে মুত্তাকি ব্যক্তির ৪টি গুণ তুলে ধরেন। আর তাহলো- ‘যারা স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় দান করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে থাকে আর আল্লাহ (বিশুদ্ধচিত্তের অধিকারী) সৎকর্মশীলদের ভালোবাসেন।’ (সুরা আল-ইমরান : আয়াত ১৩৪) কুরআনে বর্ণিত মুত্তাকি ব্যক্তির গুণের ধারাবাহিক প্রশংসায় মুক্তি মেলে এক নারী। যে নারীকে আজাদ বা স্বাধীন করে দেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে হজরত আলি রাহিমাহুল্লাহু। ইসলামের ঐতিহাসিক বিস্ময়কর ঘটনাবলী সমৃদ্ধ আব্দুল মালেক মুজাহিদির গ্রন্থ ‘সোনালী পাতা’য় উঠে এসেছে সে ঘটনা। যা তুলে ধরা হলো- ইসলামে চতুর্থ খলিফা হজরত আ...

বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দুঃসাহসী সৌদি নারী

Image
আন্তর্জাতিক ডেস্ক : রক্ষণশীল সৌদিতে নারীদের বোরকা ছাড়া রাস্তায় নামতে খুব একটা দেখা যায় না। কোনও নারী ভুল করে এমন দুঃসাহস দেখালেও তাকে শাস্তি পেতে হয়। কিন্তু সম্প্রতি দেখা গেল পরনে বোরকা নেই। মাথায় নেই সৌদি আবায়াও। রিয়াদের একটি শপিং মলে পশ্চিমা ধাঁচের খোলামেলা পোশাক পরে চুল উড়িয়ে চলছেন রক্ষণশীল সৌদি আরবের এক দুঃসাহসী নারী। ইসলামী শাসন ব্যবস্থার এ দেশটিতে এমন পোশাক নিষিদ্ধ হলেও কয়েক মাস ধরে এভাবেই স্বাধীন চলাফেরা করছেন ৩৩ বছর বয়সী মাশায়েল আল-জালুদ। পেশায় তিনি মানবসম্পদ বিশেষজ্ঞ। হাইহিলে শরীরী ভঙ্গিমায় ফুটে বেরুচ্ছে লাবণ্য। তরুণীর চালচলনে কোনো সংকোচ নেই। পবিত্র দেশ সৌদি আরবে নয়া বিপ্লব আনতে চাইছেন জালুদ। তার দেখাদেখি জিন্স ও গেঞ্জি গায়ে দিয়ে সৌদির রাস্তায় নেমেছেন ২৫ বছরের আরেক তরুণী মানাহেল আল-ওতাইবি। গত বছর ‘আবায়া’ পরার আইনে শিথিলতার ইঙ্গিত দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। যদিও সেটি এখনও রাজকীয় আইনে পরিণত হয়নি। এএফপি The post বোরকা ছেড়ে পশ্চিমা পোশাকে দুঃসাহসী সৌদি নারী appeared first on Zoom Bangla News .

এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট

Image
জুমবাংলা ডেস্ক : রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দৌড়ে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে ছিনতাইকারীকে নিউমার্কেট থানায় হস্তান্তর করা হয়। কামরুল হাসান সোহেল বর্তমানে কেরানীগঞ্জ উপজেলার এসিল্যান্ড হিসেবে কর্মরত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিউমার্কেট এলাকায় একটি বাসে বসে থাকা অবস্থায় তিনি হঠাৎ দেখতে পান ঠিক সামনের বাস থেকে এক ছিনতাইকারী জানালা দিয়ে যাত্রীর মোবাইল ছিনতাই করে দৌড় দেয়। ঘটনাটি দেখে তিনি তাৎক্ষণিক ছিনতাকারীর পিছনে পিছনে দৌঁড়াতে শুরু করেন। পরবর্তীতে সাইন্সল্যাব মোড়ে গিয়ে তাকে ধরতে সক্ষম হন। এরপর তাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য নিউমার্কেট থানার এসআই মাসুদের জিম্মায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কামরুল হাসান সোহেল বলেন, বাসের জানালা দিয়ে দেখেই আমি দৌড় দেই। এভাবে যদি সবাই সবার স্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধীরা অপরাধ করার সাহস পাবেনা। The post এক কিলোমিটার দৌড়ে ছিনতাইকারী ধরলেন ম্যাজিস্ট্রেট appeared first on Zoom Bangla News .