Posts

Showing posts with the label জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে

সাত জেলায় লকডাউন শুরু, জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধ থাকবে

Image
মারুফ হাসান : ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে সরকার। আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন কার্যকর থাকবে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত। মূলত ঢাকাকে সুরক্ষিত রাখতেই আশেপাশের এসব জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় ঢাকা থেকে আন্তঃজেলার কোনো বাস ছেড়ে যাবে না, প্রবেশও করবে না। এসব জেলার সঙ্গে নৌযোগাযোগও বন্ধ থাকবে। লকডাউন ঘোষিত এলাকায় কোনও ট্রেন যাবে না। এজন্য কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা যায়। এতে ৯ দিনের জন্য সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাজধানী। গতকাল সোমবার শীর্ষ কর্মকর্তাদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এসব জেলা আমরা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকার সঙ্গে যোগযোগ বন্ধ হলে এমনিতেই সারাদেশে কমে যাবে। তিনি জানান, করোনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত ঢাকার সঙ্গে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা এ বিধিনিষেধের আওতায় থাকবে। এছাড়া আরও ৯ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় দেওয়া লকডাউন অব্যাহত আছে। ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর...