Posts

Showing posts with the label ছোট্ট শিশুর জন্য সাহায্য চেয়ে পোস্ট রাজের

ছোট্ট শিশুর জন্য সাহায্য চেয়ে পোস্ট রাজের

Image
এই কঠিন পরিস্থিতিতে যে কোনও মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সকলের হয়ে। সম্প্রতি ১৯ দিনের এক শিশুর চিকিৎসার জন্য নিজের সোশ্যাল মিডিয়া পেজে আবেদন করেন রাজ। আর তাতেই ট্রোলের মুখে পরিচালক টার্নড বারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। এই সময়ে দাঁড়িয়ে কে কতটা করলাম সেই হিসেব নাই বা ভাবলাম। একা যতটা করা যায়, সকলে মিলে তার থেকে অনেক বেশি করা সম্ভব৷ আরও… রাজ পোস্টে লেখেন- ‘একটি ১৯ দিনের শিশু। হার্ট এর সমস্যা রয়েছে। গত তিন দিন ধরে তার বাবা মা রাস্তায় ঘুরছেন বেড এর জন্যে। কোন জায়গায় নেওয়া হচ্ছিল না। যখন জানতে পারি, ওনাদের ট্রেস করে হেলথ ডিপার্টমেন্ট এর সাথে কথা বলে চেষ্টা করে কোনো ভাবে হাওড়ার নারায়ণী হাসপাতালে ভর্তি করতে পেরেছি। কিন্তু সেখানকার দৈনিক খরচ ওনাদের সাধ্য ও ক্ষমতার বাইরে। কেউ যদি এই পরিস্থিতিতে ওনাদের অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসতে চান,খুব উপকার হয়।’ সাহায্যের জন্য যদি এগিয়ে আসেন কেউ সেই আশায় কিছু নম্বরও শেয়ার করেন রাজ। এই পোস্টের কমেন্ট বক্সে আসতে থাকে একের পর এক কটুক্তি। কেউ বলেন তিনি নিজে বেড পাইয়ে দি...