Posts

Showing posts with the label চীনা টিকায় যারা অগ্রাধিকার পাবেন

চীনা টিকায় যারা অগ্রাধিকার পাবেন

Image
নিউজ ডেস্ক : চীন থেকে বাংলাদেশকে উপহার দেওয়া ৬ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। রোববার (১৩ জুন) বিকাল সাড়ে ৫ টায় বিমান বাহিনীর বিশেষ দুটি বিমানে এ টিকা ঢাকায় নিয়ে আসা হয়। আরটিভি চীন থেকে আসা এসব টিকায় কারা অগ্রাধিকার পাবে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, অগ্রাধিকারের তালিকায় মেডিকেল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মেগাপ্রকল্পের কর্মীসহ আরও অনেকে রয়েছে। চীন থেকে ঢাকায় টিকা পৌঁছানোর পরই শুরু হয় আনলোড প্রক্রিয়া। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষায়িত কাভার্ড ভ্যানে দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় টিকা নিয়ে যাওয়া হয় ইপিআই সেন্টারে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক বলেন, চীনা থেকে আসা টিকা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেল, নার্সিং, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে। কিন্তু তারা সংখ্যায় বেশি না। এছাড়া বিভিন্ন এক্সপোর্ট জোন, বিশেষ প্রকল্পে কাজ করছেন এবং আগে অগ্রাধিকার তালিকায় ছিলেন কিন্তু বাদ পড়েছেন তাদেরকে চীনা টিকা দেওয়া হবে। তিনি বলেন, এই চালানে ৬ লাখ ডোজ টিকা ছাড়াও সিরিঞ্জ, ভেন্টিলেটর, মাস্কসহ আরও কিছু উপহার এসেছে। উল্লেখ্য, এর আগে গত ১২ মে সিনোভ্যাকে...