চিলি কি পারবে ব্রাজিলকে রুখে দিতে?
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের মিশনটা কোপা আমেরিকার ১০ম শিরোপা জয়ের। অবশ্য এটা তেমন নতুন কিছু নয়। যেকোনো টুর্নামেন্টেই ফেবারিট হিসেবে খেলতে নামে সেলেসাওরা। এবারের টুর্নামেন্টেও তার ব্যতিক্রম নয়। তিতের অধীনে উড়তে থাকা দলটি অপরাজিত থেকেই শেষ করেছে কোপার গ্রুপ পর্ব। যদিও শেষ দুই ম্যাচে কিছুটা এলামেলো দেখা গেছে তাদের। কলম্বিয়ার বিপক্ষে জিতেছে অনেক কষ্টে আর ইকুয়েডরের বিপক্ষে করেছে ড্র। চিলির বিপক্ষে ম্যাচটা তাই খুব একটা সহজ হচ্ছে না নেইমারদের জন্য। এটা বলাই যায়। তবে ব্রাজিল এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, একই সঙ্গে স্বাগতিকও। বাড়তি আত্মবিশ্বাস তাই তাদেরই থাকার কথা। চিলির সাম্প্রতিক ফর্মও অবশ্য খুব একটা ভালো নয়। গ্রুপ পর্বের চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। সেটিও দুর্বল বলিভিয়ার বিপক্ষে, ১-০ গোলে। আর্জেন্টিনা ও উরুগুয়ের বিপক্ষে ড্র অবশ্য তাদের একটু হলেও বাড়তি আত্মবিশ্বাস দেবে। চিলির জন্য সুখবর হলো, এই ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন অ্যালেক্সিস সানচেজ। ইতিহাস কী বলে পরিসংখ্যানে এগিয়ে আছে ব্রাজিলই। দুই দল এখন অবধি মুখোমুখি হয়েছে ৭২ ম্যাচে, যার ৫২টিতেই জয় পেয়েছে সেলেসাওরা। বিপরীতে ...