Posts

Showing posts with the label চালক নিখোঁজ

ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়া মাইক্রো উদ্ধার, চালক নিখোঁজ

Image
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে, মাইক্রোবাসের চালক এখনো নিখোঁজ। মঙ্গলবার (১১ মে) বেলা দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ৫ নম্বর ফেরি ঘাটের তার ছিঁড়ে পন্টুন নদীতে চলে যায়। এ সময় ফেরিতে ওঠার অপেক্ষায় পন্টুনে থাকা ঢাকাগামী একটি মাইক্রোবাস নদীতে চলে যায়। মাইক্রোবাসটি যাত্রী আনতে ঢাকায় যাচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। তবে, গাড়িটিতে চালক ছাড়া আর কোনও যাত্রী ছিলো না বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বার্তাবাজার/ভিএস