Posts

Showing posts with the label চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন কাজী হায়াৎ

চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন কাজী হায়াৎ

Image
বাংলা সিনেমা নির্মাণ কিংবা অভিনয় কোনটাই করবেন না বলে জানান কাজী হায়াৎ। সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। গত মার্চে করোনাভাইরাসে আক্রান্ত হন বর্ষীয়ান নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি। এক মাস আগে হাসপাতাল থেকে বাসায় ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ নন কাজী হায়াৎ। শ্বাসকষ্ট ও দুর্বলতা রয়েছে ‘আম্মাজান’ খ্যাত এই অভিজ্ঞ নির্মাতার। কাজী হায়াৎ বলেন, আগের চেয়ে শারীরিক অবস্থা একটু ভাল। সম্প্রতি বেশকিছু রক্তের পরীক্ষা করেছি, সবকিছু মোটামুটি স্বাভাবিক রয়েছে। কয়েকদিনের মধ্যে চেকআপের জন্য হার্টের চিকিৎসকের কাছে যাব। করোনা আক্রান্ত হওয়ার পর ভিন্নরকম এক উপলব্ধি হয়েছে বলে জানান এই প্রবীণ নির্মাতা। কাজী হায়াৎ তার ভাষ্যেমতে, মৃ;ত্যু;টাকে খুব কাছ থেকে দেখেছি। জীবন সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়েছে আমার। জীবনটা একদিন শেষ হয়ে যাবে। এখন আর কোন কিছুই ভাল লাগে না। টাকা, পয়সা, সুনাম, খ্যাতি-এসব দিয়ে কী হবে। আমাদের একটা লিমিটেড আয়ু দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। একদিন মানুষকে চলে যেতে হবে। এই তো জীবন, যেতেই হবে। ফেরার কোন পথ নেই। আর সিনেমা নির্মা...