চট্টগ্রাম অঞ্চলে ১৯ বছরে ১০৬ হাতির মৃত্যু, ৮টি সরাসরি গুলিতে
নিউজ ডেস্ক: চট্টগ্রাম অঞ্চলে ১৯ বছরে ১০৬ হাতির মৃত্যু। ৮টি সরাসরি গুলিতে। বাকিগুলোর মৃত্যুও সন্দেহের বাইরে নয়। চট্টগ্রামে ১৯ বছরে মৃত্যু ঘটেছে ১০৬টি হাতির। এসব হাতির মধ্যে আটটিই সরাসরি হত্যার শিকার। গুলি চালিয়ে হত্যা করা হয় এগুলোকে। অবশ্য অনেকেই মনে করেন, শুধু গুলি চালিয়ে নয়- দাঁত পাচারকারীদের একটি চক্র সুকৌশলে হাতি হত্যার পর সেগুলোকে ‘সাধারণ মৃত্যুর’ পর্যায়ভুক্ত করে আসছে। দুর্ঘটনায় এবং বিদ্যুতায়িত হয়ে এই প্রাণীর মৃত্যুর ঘটনাকে সংশয়ের চোখে দেখছেন তারা। বার্ধক্যে উপনীত হাতির মৃত্যুর ঘটনাও তাদের মতে অনেক ক্ষেত্রেই সন্দেহজনক। সম্প্রতি চট্টগ্রামে হাতির দাঁত পাচার চক্রের দুই সদস্য পুলিশের জালে ধরা পড়ে। কিন্তু আইনের ফাঁকফোকর দিয়ে তারা ৪৮ ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যায়। এরপর চট্টগ্রাম অঞ্চলে হাতি হত্যার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। বছরের পর বছর হাতি হত্যার ঘটনা ঘটলেও পাচার চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনা এখানে এটিই প্রথম। তবে জিজ্ঞাসাবাদ করার আগেই জামিন পাওয়ায় হাতির দাঁত পাচার চক্র ধরাছোঁয়ার বাইরেই থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাতির দাঁতসহ গ্রেপ্তার এই পাচারকারীরা হলেন- কর...