Posts

Showing posts with the label গ্যাস দুর্ঘটনায় আহত-নিহতদের আর্থিক সহায়তা দিতে তহবিল গঠনের পরামর্শ

গ্যাস দুর্ঘটনায় আহত-নিহতদের আর্থিক সহায়তা দিতে তহবিল গঠনের পরামর্শ

Image
নিউজ ডেস্ক: রাজধানীতে গ্যাস ও বিদ্যুৎ জনিত অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। নাগরিক সচেতনতার পাশাপাশি সকল সেবা সংস্থাকে এগুলো প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে গ্যাস সুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেয়ার জন্য বিইআরসি একটি তহবিল গঠন করতে পারে। আজ শনিবার (৪ জুলাই) পাক্ষিক ম্যাগাজিন এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘মগবাজার দুর্ঘটনা: নাগরিক নিরাপত্তা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’ র্শীষক ইপি টকস এ বক্তারা এসব কথা বলেন। প্রতিটি দুর্ঘটনার কারণে প্রকাশ করারও পরামর্শ দেন। একইসাথে বক্তারা মগবাজারের দুঘটনার জন্য মিথেন গ্যাসকে দায়ী করে প্রতিটি দুর্ঘটনার কারণ প্রকাশ করারও পরামর্শ দেন। বাংলা ট্রিবিউন বুয়েটের সাবেক শিক্ষক প্রফেসর নূরুল ইসলাম বলেন, মিথেন কিংবা প্রপেন বিউটেন সকল গ্যাস কোনও বদ্ধ স্থানে জমে গেলে তার বিধ্বংসী ক্ষমতা অনেক। ফলে সচেতন থেকে এটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কোনও বিকল্প নেই। তিনি গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহত ব্যাক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিইআরসিকে একটি তহবিল গঠনের পরামর্শ দিয়ে বলেন, প্রতি ইউনিট গ্যাস থেকে এই তহবিলের জন্য ১ পয়সা করে কেটে রা...