গোলাপগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি আলম গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জে গণধর্ষণ মামলার পলাতক আসামি বদরুল আলম (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (৫ মে) রাত ৯টায় উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা-বৈটিকর খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় গনধর্ষণ (মামলা নং-১৭) মূলে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিম আহমদ/বার্তাবাজার/পি