[১] যুদ্ধবিরতি কার্যকর, গাজায় উল্লাস (ভিডিও)
সালেহ্ বিপ্লব : [২] স্থানীয় সময় রাত ২টা এবং বাংলাদেশ সময় ভোর ৫টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। বিবিসি [৩] মৃত্যুর আশংকা নিয়ে ১১ দিন কাটানোর পর স্বস্তিতে উল্লাস প্রকাশ করে গাজার অধিবাসীরা। এএফপি #Gaza #Israel : Palestinians celebrate as ceasefire comes into effect pic.twitter.com/vnUDNtdO8E — sebastian usher (@sebusher) May 20, 2021