খালেদা জিয়াকে বিদেশ নিতে তালিকায় আরও দুই দেশ
উন্নতি চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে যেতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। আজই এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। সরকারের অনুমতি মিললে খালেদা বিদেশ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে বিএনপি নেতারা। তারা জানিয়েছে, লন্ডনকে অগ্রাধিকার দিয়ে আরও দুটি দেশের সঙ্গে যোগাযোগ করছেন তারা। সরকারের অনুমতি মিললেই এই প্রক্রিয়া শুরু হবে। আবেদনে লন্ডনের নাম উল্লেখ না করলেও সে দেশকেই অগ্রাধিকার দিচ্ছে খালেদা জিয়ার পরিবার। এছাড়াও আরও দুটি দেশের নাম শোনা যাচ্ছে। দেশ দুটি হল সৌদি আরব ও আরব আমিরাত। সেইসব দেশের দূতাবাস, হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করছেন তারা। খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট ও সরকারের অনুমোদন পেলেই এ বিষয়ে আরও তৎপর হবে দল। সব প্রক্রিয়া শেষ করতে আরও দুই থেকে তিনদিন সময় লাগতে পারে। উল্লেখ্য, বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে লিখিত আবেদন করেন তার ছোট ভাই শামীম এস্কান্দার। এই আবেদনটি ৫ মে রাতেই আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে তিনটায় আবেদনের কপি হাতে...