Posts

Showing posts with the label খালিপায়ের বিলিওনিয়ার শিক্ষক!!!

খালিপায়ের বিলিওনিয়ার শিক্ষক!!!

Image
ডেস্ক রিপোর্ট : ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গ্রাম। নিকটতম শহর থেকে ২০/৩০ কিমি দূরে। আপনি যখন সেখানে পৌছাবেন ততক্ষণে গ্রামের স্কুলের ক্লাস ছুটি হয়েছে। আপনার কাঙ্খিত ভদ্রলোককে আপনি হয়তো স্কুলের সামনে ক্ষেতের মধ্যে পাবেন। আপনার ডাক শুনে সাইকেলওয়ালা ভদ্রলোক দাঁড়াবেন। উনি গ্রামের স্কুলে গণিত আর বিজ্ঞান পড়ান। স্কুলের শিক্ষার্থীরা তাদের এই নতুন শিক্ষককে পছন্দ করে কারণ তার পড়ানোর স্টাইলটা ভিন্ন। আপনি তাকে ধুতি আর শার্ট পড়া দেখে মনে মনে খুশি হবেন কারণ আপনি শুনে এসেছেন ওনার প্রিয় পোষাক হচ্ছে টি-শার্ট, জিনস ও স্যান্ডেল। তবে অনেক সময় থাকেন খালি পায়ে। ইনফ্যাক্ট তাকে জুতা পড়া কেউ দেখেছে কিনা সেটা বলা মুশ্কিল। ভদ্রলোকের সোজা কথা –“I live fairly simply, I hate wearing shoes. If I can avoid it, I do,” এই নাঙ্গাপায়ের ভদ্রলোক একটি নতুন মিশন নিয়ে নেমেছেন। আমার মনে হয় ভদ্রলোকের পরিচয় আমি দিয়ে দিতে পারি এ বেলায়। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে ভদ্রলোকের সম্পদের পরিমান মাত্র ১৬০ কোটি ডলার। ভদ্রলোকের নাম শ্রীধর ভেম্বু। নাঙ্গাপায়ের বিলিওনিয়ার!!! তামিলনাড়ু গ্রামের এক্সপেরিমেন্টের আগে বরং আমরা তাঁর সম্পর্কে খোঁ...