খাগড়াছড়িতে জাপানি মিয়াজাকি আমের নতুন সম্ভাবনা
নিউজ ডেস্ক: বাংলাদেশের পাহাড়ে চাষ হচ্ছে জাপানের বিশেষ প্রজাতির আম। জাপানের মিয়াজাকিতে উত্পন্ন হওয়ার কারণে এটি মিয়াজাকি আম নামে পরিচিত। তবে অনেকে একে সান এগ বা সূর্যডিম আমও বলেন। নতুন জাতের এ আম দেখতে কিছুটা অন্য রকম। লালচে এ ফলটির স্বাদ-ঘ্রাণ দুটোই আমাদের পরিচিত আমের চেয়ে ভিন্ন। বাংলাদেশের পাহাড়ের আবহাওয়া সুস্বাদু মিয়াজাকি আম চাষের জন্য উপযোগী। তাই পাহাড়ে এর বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। ২০১৬ সালে জাপান থেকে এক বন্ধুর মাধ্যমে পাঁচটি মিয়াজাকি আমের চারা কলম সংগ্রহ করেন মংসেতু চৌধুরী নামে খাগড়াছড়ির এক তরুণ বাগানি। সেখান থেকে শেষ পর্যন্ত টিকে থাকে একটি চারা কলমের গাছ। ২০১৮ সালে সে গাছটিতে ১৫ কেজির মতো আম ধরে। সে সময় কেজিপ্রতি ৭০০ টাকা করে পাঁচ কেজি আম বিক্রি করেন মংসেতু। জেলা সদরের কমলছড়ি এলাকার মং গ্রিন লাইফ এগ্রো ফার্মের মালিক মংসেতু জানান, তার বাগানে বর্তমানে ৫০টি মিয়াজাকি আমের গাছ রয়েছে। এসব গাছ থেকে এ পর্যন্ত ৩০০ কেজি আম বিক্রি করেছেন তিনি। কেজিপ্রতি দাম ধরেছেন ৩০০-৪০০ টাকা। আরো ১০০ কেজির বেশি আম গাছে রয়েছে। মংসেতু আরো জানান, তার বাগানে উৎপাদিত আমগুলোর দু-তিনটিতেই এক কেজ...