Posts

Showing posts with the label ক্রাইম প্যাট্রল ভিডিও গেম অপরাধ জগতকে শক্তিশালী করে তুলছে

ক্রাইম প্যাট্রল ভিডিও গেম অপরাধ জগতকে শক্তিশালী করে তুলছে

Image
বাংলাদেশ প্রতিদিন:  ভারতীয় অপরাধবিষয়ক সিরিয়াল ‘ক্রাইম প্যাট্রল’ এবং অনলাইন গেম ‘পাবজি’, ‘ফ্রি-ফায়ার’ দেখে ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোর। অপরাধবিষয়ক এসব ভিনদেশি সিরিয়াল দিনের পর দিন দেখে ঠান্ডা মাথায় কাছের মানুষকে খুন করার মতো রোমহর্ষক ছক আঁটছে কেউ। আবার বিভিন্ন সহিংস অনলাইন ভিডিও গেমের আসক্তি থেকে শিশু-কিশোররা একদিকে যেমন সহিংস হয়ে উঠছে অন্যদিকে অভিমানের বশে অনেকেই করছে আত্মহত্যা। আশঙ্কার বিষয় হচ্ছে- অ্যাকশনধর্মী ভারতীয় সিনেমা, সিরিয়াল ও ভিডিও গেমের প্রভাবে মনের অজান্তেই তারা ভয়ংকর অপরাধী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলেন, সব মানুষ এ ধরনের অপরাধ করে না। যাদের ত্রুটিপূর্ণ ব্যক্তিত্ব তারাই করে। অথবা যারা ‘প্যারানোয়েড সাইকোসিস’, ‘ডিলুইশনাল ডিজঅর্ডার’-এ আক্রান্ত তারা সিরিয়াল দেখে মানুষকে হত্যাকান্ডের মতো ছক তৈরি করে। এক্ষেত্রে অপরাধীরা যে অপরাধ করছে তা ‘কপিক্যাট ক্রাইম’। অর্থাৎ অপরাধী আগের কোনো অপরাধ কর্মকান্ড দেখে একইভাবে সেই অপরাধ পুনরায় ঘটায়। শুধু ভারতীয় সিরিয়াল ক্রাইম প্যাট্রল দেখেই দেশে গত কয়েক বছরে বেশ কিছু চাঞ্চল্যকর হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আবার ভারতীয়...