ক্যাবের সমীক্ষা: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় পরেছে ৭৭% মানুষ
নিউজ ডেস্ক: দেশে অতি ধনী, ধনী ও উচ্চ মধ্যবিত্তের কাতারে রয়েছে ২৩ শতাংশ মানুষ। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এদের ওপরে খুব বেশি প্রভাব না ফেললেও বাকি ৭৭ শতাংশ মানুষের জীবনে তা বিরাট দুশ্চিন্তার কারণ। করোনা পরিস্থিতিতে অনেক মানুষের আয় কমে যাওয়ায় সংকট আরো প্রকট হয়েছে। গতকাল রবিবার কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও এদের অনলাইন পত্রিকা ভোক্তাকণ্ঠ’র উদ্যোগে ‘পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির অভিঘাতে ভোক্তা অধিকার’ শীর্ষক ওয়েবিনারে এই তথ্য তুলে ধরা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। মূল বক্তব্যে বলা হয়, চালের দাম কেজিতে ১০ টাকা, তেল লিটারে ১৫ টাকা, চিনি, পেঁয়াজ, ওষুধ ও অন্যান্য নিত্যপণ্যের দাম বেড়ে যদি একটি পরিবারের ব্যয় ১০০০ টাকা বৃদ্ধি পায় তবে এর প্রভাব শুধু খাদ্য নয়, জীবনের অন্যান্য অংশেও পড়তে বাধ্য। এই পরিস্থিতিতে ভোক্তা প্রথমেই তার খাদ্যের খরচ কমায়। তারপর পোশাকসহ বিভিন্ন কেনাকাটা, চিকিৎসা, সন্তানের লেখাপড়া, এরপর বাসা পরিবর্তন করে এই ব্যয় সমন্বয়ের চেষ্টা করে। রাজেকুজ্জামান রতন বলেন, মানুষের কেনাকাটা বা সেবা ক...