কোরবানি চামড়ার ন্যায্যদাম নিশ্চিত করবে সরকার
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। ন্যায্যদাম নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে কাঁচা চামড়ার ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি এবং কাঁচা চামড়া সংরক্ষণ করতে হবে। এছাড়া দাম নিয়ে কারসাজি করা হলে অপরাধী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে আসন্ন কোরবানির কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও অন্যান্য বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে চামড়াখাতের ব্যবসায়ীরা ও সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন কোরবানির কাঁচা চামড়ার দাম নির্ধারণ করে দেয়া হবে। সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে কেনার কারসাজি করা হলে অভিযুক্ত ব্যবসায়ীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। মহামারী করোনার এই সময়ে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এবং ন্যায্যদামে চামড়া বেচাকেনায় স্টেক হোল্ডারদের মতামত চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়...