[১] গবেষণা বলছে, কোভিড পজিটিভ লোকদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার প্রয়োজন নেই
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] সোমবার ভারতের মাল্টি স্পেশালিটি এআইজি হাসপাতালের গবেষকরা বলেন, যাদের কোভিড পজিটিভ হয়নি তাদেরকেই শুধু দুই ডোজ টিকা নিতে হবে। কেননা কোভিড পজিটিভ ব্যক্তিরা এমনিতেই অ্যান্টিবটি হয়ে গেছেন। ইয়োন [৩] গবেষণা দল ২৬০ জনের উপর পরীক্ষা চালায় তাদের সবাইকে ৬ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। তারা সবাই আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তারা সবাই সুস্থ আছেন। [৪] এআইজি হাসপাতালের প্রধান ড. ডি নাগেশ্বর রেড্ডি বলেন, গবেষণার ফলাফল এমন সময় এসেছে যখন ভারতের টিকার প্রয়োজন অনেক বেশি। সারাদেশে টিকার সঙ্কট দেখা দিয়েছে। আশা করছি, এই গবেষণার মাধ্যমে ভারতের এই কঠিন সঙ্কট দূর হবে। [৫] নাগেশ্বর আরো বলেন, যারা এখনো করোনায় আক্রকান্ত হননি তাদের দুই ডোজ টিকাই দেওয়া হবে। আর যারা করোনায় আক্রান্তা হয়েছেন তাদের এক ডোজ টিকা দিলেই হবে। সম্পাদনা : রাশিদ The post [১] গবেষণা বলছে, কোভিড পজিটিভ লোকদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার প্রয়োজন নেই appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .