Posts

Showing posts with the label কোপা বয়কটের সিদ্ধান্ত নেইমারদের!

কোপা বয়কটের সিদ্ধান্ত নেইমারদের!

Image
স্পোর্টস ডেস্ক: ব্রাজিলের মিডিয়ার খবর, কোপা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন নেইমাররা। বুধবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন ব্রাজিল অধিনায়ক। শিষ্যদের কোপায় না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কোচ তিতে। ব্রাজিলের সাধারণ মানুষও বর্তমান পরিস্থিতিতে কোপা আয়োজনের বিপক্ষে। এ নিয়ে সরকারবিরোধী আন্দোলন দানা বেঁধে উঠেছে দেশটিতে। শেষ পর্যন্ত নেইমাররা কোপা বয়কট করলে বিকল্প জাতীয় দল মাঠে নামানোর মরিয়া চেষ্টা চালাতে পারে ব্রাজিল সরকার। কিন্তু টুর্নামেন্ট বাতিল করতে ব্রাজিলের ফুটবলাররা মাঠে নেমে পড়েছেন। কোপার সব দলের অধিনায়ক ও তারকা খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছেন কাসেমিরো ও নেইমার। এরই মধ্যে কোপা বাতিলের দাবিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন কলম্বিয়া ও উরুগুয়ের ফুটবলাররা। উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ বলেছেন, সবার আগে জনস্বাস্থ্য। এই পরিস্থিতিতে আমি কোপা আমেরিকায় খেলার বিপক্ষে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এখনো প্রকাশ্যে কিছু না বললেও মুন্দো দেপোর্তিভোর খবর, তিনিও নেইমারদের সমর্থন জানিয়েছেন। The post কোপা বয়কটের সিদ্ধান্ত নেইমারদের! appeared firs...