Posts

Showing posts with the label কেরানীগঞ্জে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব

কেরানীগঞ্জে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব

Image
রাজধানী ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা। শুক্রবার (৭ মে) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর পশ্চিমপাড়া এলাকায় জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ আরিফ খান (২৫), ২। মোঃ আলতাফ (৫২), ৩। মোঃ রফিক মিয়া (৩৭), ৪। মনির হোসেন (৩৫), ৫। মোঃ ইমদাদ হোসেন (৪০), ৬। মোঃ সজল শেখ (২৭), ৭। মোঃ জামাল (৩৫), ৮। মোঃ নুরু মিয়া (৩৮), ৯। মোঃ মিন্টু (৪০), ১০। মোঃ জাকারিয়া বাহাদুর (৩৫), ১১। মোঃ খোকন (৪৫) ও ১২। মোঃ ওয়াশিম (৩৮) বলে জানা যায়। গ্রেফতারের এসময় তাদের কাছ থেকে খোলা অবস্থায় দুইশত আট পিস জুয়া খেলার কার্ড (তাস), ১৪ টি মোবাইলফোন ও নগদ আটচল্লিশ হাজার তিনশত ষাট টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে। এঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। রানা আহমেদ/বার্তাবাজার/পি