কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য!
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। জাতীয় দল নির্ধারণী সূত্রে এমনই তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়ছেন বাঁ-হাতি এ পেস অলরাউন্ডার। টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এমনকি রানের দেখা পাচ্ছেন না ঘরোয়া ক্রিকেটেও। সৌম্যর কপাল পুড়লেও সুখবর পেতে চলেছেন পেসার তাসকিন আহমেদ। সবশেষ চুক্তিতে ঠাঁই না পাওয়া এ ক্রিকেটার এবার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন। নিষেধাজ্ঞা ভোগ শেষে ফেরায় থাকছেন সাকিব আল হাসানও। তার মতোই সব ফরম্যাটের চুক্তি হচ্ছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সরঙ্গে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে। অবশ্য সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে লাল বলের চুক্তিতেও থাকবেন রিয়াদ। এর আগে রিয়াদকে টেস্ট দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি। এদিকে সৌম্য সরকার বাদ পড়তে চললেও আরেক আলোচিত ক্রিকেটার লিটন দাসের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। মুস্তাফিজুর রহমান জায়গা হচ্ছে শুধু সাদা বলে। তরুণদের মধ্যে সাদা বলের চ...