Posts

Showing posts with the label কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যা: অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ডের আর্জি

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যা: অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ডের আর্জি

Image
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেয়াপোলিসের রাস্তায় গত বছর আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক শভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছেন কৌঁসুলিরা। বুধবার মার্কিন আদালতে কৌঁসুলিরা বলেন, ফ্লয়েডের হত্যা পুরো পৃথিবীর জাতির বিবেককে স্তব্ধ করে দিয়েছে। জর্জ ফ্লয়েড হত্যার কারণে বর্ণবৈষম্য এবং পুলিশি শক্তি প্রয়োগের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়েছিল। আমরা তার দীর্ঘমেয়াদি ৩০ বছর জেলের সাজা দাবি করছি। অন্যদিকে প্রতিপক্ষ কৌঁসুলি মনে করছেন, এটা ডেরেক শভিনের ভালো কাজগুলোর মধ্যে একটা ত্রুটি মাত্র। আইনশৃঙ্খলার দায়িত্ব পালনকালে তিনি ফ্লয়েডকে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত অপরাধী ভেবেছিলেন। এ সময় ফ্লয়েডের মৃত্যুটা ছিল অনাকাঙ্ক্ষিত। তাই শভিনের শাস্তির মেয়াদ সীমিত করার আবেদন করছি। বিচারক পিটার চাহিল বলেছেন, শভিন তার হাঁটু ফ্লয়েডের ঘাড়ের ওপর ৯ মিনিট ধরে চেপে ধরে বসে থাকে। এ সময় দম বন্ধ হয়ে তিনি মারা যান। এমন নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শাস্তি ১৫ বছরের বেশি হতে পারে। তবে, শভিনকে ৩০ বছর মেয়াদি শাস্তি প্রদান করে ভুক্তভোগীর পরিবার এবং কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের প্রতি সম্মান...